ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৬৫৪

বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলক ছুঁলেন সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪০ ২৪ জুন ২০১৯  

বিশ্বকাপ রাঙিয়ে চলার পথে নতুন অর্জনের ঠিকানায় পা রাখলেন সাকিব আল হাসান।  বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করলেন বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলক।

 

সাউথ্যাম্পটনে সোমবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে হাজার থেকে ৩৫ রান দূরে ছিলেন সাকিব।

ম্যাচের ২১তম ওভারে সিঙ্গেল নিয়ে বাঁহাতি ব্যাটসম্যান ছুঁয়ে ফেলেন হাজারের উচ্চতা।

 

এই ম্যাচের আগে বাংলাদেশের হয়ে বিশ্বকাপে ৮০০ রানও ছিল না আর কারও।

৭৫৪ রান নিয়ে এই ম্যাচ শুরু করা মুশফিক আছেন তালিকার দুইয়ে।

 

এবারের আগে বিশ্বকাপ রেকর্ড খুব উজ্জ্বল ছিল না সাকিবের। তিন বিশ্বকাপ মিলিয়ে ২১ ম্যাচে মোট রান ছিল ৫৪০। গড় ছিল কেবল ৩০। এবার এক আসরেই আগের তিন আসরকে ছাড়িয়ে যাওয়ার পথে। এই ম্যাচের আগেই দুটি করে চার ও ছক্কায় করে ফেলেছেন ৪২৫ রান।

 

হাজার রানের পাশাপাশি এই ম্যাচের আগে বিশ্বকাপে ২৮টি উইকেটও আছে সাকিবের। বিশ্বকাপে হাজার রান ও ২৫ উইকেটের ডাবল আছে কেবল আর একজনেরই। বিশ্বকাপে ৩৮ ম্যাচ খেলে ১ হাজার ১৬৫ রান করার পাশাপাশি ২৫টি উইকেট নিয়েছেন সনাৎ জয়াসুরিয়া। সাকিবের হাজার ছুঁতে লাগল ২৭ ম্যাচ।

 

এই ইনিংসের পথে ডেভিড ওয়ার্নারের ৪৪৭ রান ছাড়িয়ে আবারও এই বিশ্বকাপে রান স্কোরারদের তালিকায় সবার ওপরে উঠে গেছেন সাকিব।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর