ঢাকা, ০৫ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২০ ভাদ্র ১৪৩২
good-food
২০২

বিশ্বকাপের শেষ ম্যাচে আজ অজিদের মুখোমুখি বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩২ ৪ নভেম্বর ২০২১  

টি-২০ বিশ্বকাপে শেষ ম্যাচে আজ  অজিদের মুখোমুখি হবে টাইগাররা।  দুবাইয়ে টাইগারদের খেলা হবে ‘আসল’ অস্ট্রেলিয়ার সঙ্গে।
তাছাড়া প্রথম ম্যাচে অষ্ট্রলিয়া হেরে যাবার কারনে আজ স্বাভাবিকভাবেই মরিয়া হয়ে খেলবে জয়ী হবার জন্য। 

 বিশ্বকাপে খেলা অজি দলের কোনো ক্রিকেটারই ছিল না সর্বশেষ বাংলাদেশ সফরে। দ্বিতীয় সারির দল নিয়ে সফরে গিয়েছিল তারা। 
 বাংলাদেশ সময় বিকাল ৪টায় দুবাই ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগে  কোচ রঙ্গনা হেরাথ খেলোয়াড়দের জানিয়ে দিলেন খেলতে হবে শুধু দেশের কথা ভেবে। 

বাংলাদেশ সফরে ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, প্যাট কামিন্স ও কেইন রিচার্ডসন নিজেদের সরিয়ে নিয়েছিলেন। বিশ্বকাপ দলে তারা ফিরে এসেছেন । শক্তিশালী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে জয় দিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করতে চায় মাহমুদুল্লাহরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ রানে অল আউট হয় বাংলাদেশ। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর