ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৮১৬

বিশ্বরানির সঙ্গে ম্যাশদের কুশল বিনিময়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১০ ৩০ মে ২০১৯  

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ বিশ্বকাপে অংশ নেয়া ১০ দলের অধিনায়কের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।

বুধবার স্থানীয় সময় বিকেল ৩টায় রানির বাকিংহ্যাম প্যালেসে তাদের সৌজন্য সাক্ষাৎ হয়।

 

 

রাজপ্রাসাদে এলিজাবেথের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন অধিনায়করা।

পরে মহারানির সঙ্গে ফটোসেশনে অংশ নেন তারা।

এ ছাড়া ২০১৯ বিশ্বকাপ অধিনায়কদের সঙ্গে কুশলবিনিময় করেন সদ্য বাবা হওয়া ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি।

 

এ সাক্ষাৎ শেষে বাকিংহ্যাম প্যালেসের সামনে বিখ্যাত দ্য মলে হয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। মনোমুগ্ধকর আয়োজনের সাক্ষী হন চার হাজার দর্শক।

 

এবারের ক্রিকেটের সর্বোচ্চ আসরে অংশ নিচ্ছে ১০ দল। বৃহস্পতিবার বিকেলে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে দ্বাদশ আসরের।

বৈশ্বিক টুর্নামেন্টের বাকি দলগুলো হলো : বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও আফগানিস্তান।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর