ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৬৬৫

বিশ্বকাপ শেষে দেশে ফিরলো টিম বাংলাদেশ

ব্যর্থতার দায় আমার : মাশরাফি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:১০ ৭ জুলাই ২০১৯  

প্রথমত অধিনায়ক হিসবে প্রত্যাশা অনুযায়ী ভালো না খেললে সেটার সমালোচনা ও পুরো দলের দায়ভার আমাকে নিতে হবে। সেটাই স্বাভাবিক। আমার জায়গায় অন্য কেউ থাকলেও নিতে হতো। আমি অবশ্যই পুরো দায়ভার নিচ্ছি।

বিশ্বকাপ মিশন শেষ করে রোববার দেশে ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বিশ্বকাপের পর তাকে নিয়ে তৈরি হওয়া সমালোচনাকে অমূলকভাবে দেখছেন কি-না এমন প্রশ্নের জবাবে বললেন, ‘না, অবশ্যই না।

 

টাইগার অধিনায়ক আরও বলেন, একই সময়ে সমালোচনা হচ্ছে বা হবে। এটা সারাবিশ্বে বা সারাদেশে যেকোনো সিরিজ বা টুর্নামেন্টের পর হয়, বিশেষ করে বিশ্বকাপের পর হওয়া খুব স্বাভাবিক। আবার এটাও বলব, কিছু জিনিস আমাদের পক্ষে গেলে অন্যরকম জায়গায় থাকতে পারতাম।

 

সেমিফাইনাল খেলার প্রত্যাশা নিয়ে খেলতে গিয়ে বাংলাদেশ হয়েছে অষ্টম। দু-তিনজন ছাড়া টুর্নামেন্টজুড়ে কেউই ছিলেন না ধারাবাহিক। দলের এমন পারফরম্যান্স নিয়ে মাশরাফি কী ব্যাখ্যা দিলেন?

 

টাইগার অধিনায়ক বলেন এভাবে, প্রতিটা ম্যাচই (গুরুত্বপূর্ণ ছিলো) ...পাঁচ যাওয়ার সুযোগ ছিল সেটা দেখেন শেষ ম্যাচ পর্যন্ত। তার মানে আমরা শেষ ম্যাচ ফিনিশ করতে পারলে পাঁচ হতাম। কিন্তু দেখেন আপনাদের বা সাধারণ মানুষ বা সবার আশা ছিল চারের মধ্যে থাকা। চারে না থাকতে পারলেও শেষ ম্যাচ জিতলে আমরা পাঁচে থাকতাম। সেটা হয়তো বা আলাদা জিনিস হতো। আবার এটা দেখেন আমরা যদি চারে না থাকতে পারি, এই বিশ্বকাপের অর্থ এখানেই শেষ।

টাইগার স্কোয়াডে ১৫ জন ছিলেন। আবু জায়েদ ছাড়া মাঠে নেমেছেন বাকি সবাই। অধিনায়কের কথা মানলে বাকি ১০ জন তাহলে হতাশই করেছেন। আর তাঁদের নিয়ে স্বভাবতই সমালোচনাও হচ্ছে। সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে মাশরাফির নিজের। বিশ্বকাপে উইকেট পেয়েছেন মাত্র একটি। দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি অধিনায়ক। এ কারণে সমালোচনা শুনতে হচ্ছে। সে সমালোচনা মেনেও নিচ্ছেন মাশরাফি। দলের ব্যর্থতার দায়ভারও তাই নিজের কাঁধে নিয়ে নিয়েছেন তিনি।

টিমের সবকিছুই ইতিবাচক হলেও ফলাফলটা প্রত্যাশা অনুযায়ী না হওয়াটা হতাশার বলেই মত, ম্যাশের।

তিনি বলেন, আমি বলবো, খেলার ধরণ এবং সবকিছুই অনেক পজিটিভ ছিল, কিন্তু টিমের প্রত্যাশা যেটি ছিল সে হিসেবে অবশ্যই হতাশাজনক।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর