ঢাকা, ০৩ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ১৯ ভাদ্র ১৪৩২
good-food
২২০

ব্যালন ডি’অরের কথা শুনে হাসিতে ফেটে পড়লেন সালাহ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:০৮ ৩ ডিসেম্বর ২০২১  

দুর্দান্ত ফর্মে রয়েছেন লিভারপুল সুপারস্টার মোহামেদ সালাহ। এ মুহূর্তে তাকে বলা হচ্ছে বিশ্বের সেরা ফুটবলার। কিন্তু সদ্য ঘোষিত ব্যালন ডি'অরের তালিকায় তার জায়গা হয়েছে সপ্তম স্থানে। ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে সবচেয়ে বেশি গোল ও অ্যাসিস্টের মালিক সালাহ। এ তালিকায় তার  সামনে ছিলেন লিগটিরও তিন ফুটবলার।

 

তবে হতাশ না হয়ে ব্যালন ডি'অর পরবর্তী নিজেদের প্রথম ম্যাচে ম্যাজিক দেখালেন সালাহ। বুধবার (১ ডিসেম্বর) এভারটনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। জোড়া গোল করে অলরেডদের এ দুরন্ত জয়ের নায়ক মিসরীয় ফুটবলার।

 

মৌসুমে ইতোমধ্যে ১৯ ম্যাচে সমান সংখ্যক গোল এবং ৮টি অ্যাসিস্ট করেছেন সালাহ। ম্যাচ শেষে তাকে প্রশ্ন করা হয়, ব্যালন ডি'অরের তালিকায় নিজের অবস্থান দেখে কী মনে করেন? প্রশ্নটি শুনেই হাসিতে ফেটে পড়েন তিনি। হাসতে হাসতে ২৯ বছর বয়সী ফুটবলার বলেন, ‘নিয়ে আমার কোনো মন্তব্য নেই’। 

 

বর্তমান ছন্দ ধরে রাখলে আগামী বছর ব্যালন ডি'অরের তালিকায় আরও সামনে থাকতে পারেন? জবাবে তিনি বলেন, ‘থাকতে পারি। তবে বলা যাবে না।’ ম্যাচের পর সালাহর সাবেক সতীর্থ দেঁজান লভ্রন টুইটবার্তায় মশকরা করেন, এভাবে খেলে যাও মো.।সামনের বছর তোমাকে ষষ্ঠ স্থানে জায়গা দেবে ফ্রান্স ফুটবল।

 

সালাহ অবশ্য ব্যক্তিগত পদকের চেয়ে দলীয় সাফল্যের দিকে বেশি দৃষ্টি দিচ্ছেন। গত মৌসুমে কোনো শিরোপার দেখা পায়নি লিভারপুল।এবার দলকে বড় শিরোপা জেতানোর স্বপ্ন দেখছেন তিনি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর