ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৮১৭

ভারতের বিপক্ষে বোলিং করছে বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৮ ২৮ মে ২০১৯  

বিশ্বকাপে নিজেদের শেষ অনুশীলন ম্যাচে ভারতের বিপক্ষে আগে বোলিং করছে বাংলাদেশ। কার্ডিঢে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
গেল রোববার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আগামী জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে মুলত এটি মাশরাফি বাহিনীর একমাত্র প্রস্তুতি ম্যাচ।
গেল দুই দিন পিচ ঢেকে রাখায় প্রথমে বোলিং করলে কিছুটা সহায়তা পাওয়া যেতে পারে। সেই বিবেচনা করেই টিম ইন্ডিয়াকে আগে ব্যাটিংয়ে পাঠান মাশরাফি।

প্রস্তুতি ম্যাচ হলেও কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা না চালিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চান লাল-সবুজ জার্সিধারীরা।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন টস জিতলে তিনিও আগে বোলিং নিতেন। কেননা প্রথম ম্যাচে একই কন্ডিশনে তাদের নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল। কিউইদের কাছে উইকেটে হারার পর বিশ্বকাপ অভিযান শুরুর আগে একটি জয় খুব বেশি প্রয়োজন মেন ইন ব্লুদের।
ফর্মে থাকা কেদার যাদব এখনো কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। তবে বিজয় শংকার দলে ফিরেছেন।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহী, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন।
ভারত দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শংকর, কে এল রাহুল, হার্ডিক পান্ডিয়া, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, কেদার যাদব, মোহাম্মদ সামি, জসপ্রিত বুমরাহ ও দিনেশ কার্তিক।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর