ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
২৫৫

মনে হচ্ছিলো জেলখানায় আছি: মিরাজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৬ ১ মার্চ ২০২১  

নিউজিল্যান্ডে প্রথম তিনদিন হোটেলে বন্দি থাকায় হতাশার মধ্যেই কেটেছে বলে জানান বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার মতে, একটি সাজানো জেলখানার মতো রুম ছিলো। তবে প্রতিদিন আধা ঘণ্টার জন্য বাইরে যাওয়ার অনুমতি দেয়ার বিষয়টি ভালো ছিলো।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভিডিও বার্তায় মিরাজ বলেন, ‘আমার জীবনে এই প্রথম, আমি পাঁচদিন হোটেল রুমে কাটিয়েছি। এটি খুবই কঠিন ছিলো এবং আমি আশা করছি, আপনি বুঝতে পারছেন, কেমন অনুভূতি ছিলো।’


গত বুধবার ক্রাইস্টচার্চে পৌঁছায় বাংলাদেশ দল। করোনা পরীক্ষায় দলের সবার রিপোর্ট নেগেটিভ আসে। নিয়মানুসারে, ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে সবাইকে। প্রথম সাতদিন, কোনও কিছুই করার অনুমতি নেই তাদের। অষ্টম দিন থেকে অনুশীলন ও জিম করার সুবিধা পাবে।


প্রথম তিনদিন রুমে বন্দি থাকার অভিজ্ঞতা বলতে গিয়ে মিরাজ জানান, আপনি যখন কোনও ঘরে সম্পূর্ণ একা থাকবেন, এটি অনেক বেশি কঠিন। সময় শুরুতে চলছিলো না।


তিনি বলেন, ‘প্রথম তিনদিন আমরা কারও সঙ্গে দেখা করতে পারিনি। রুম থেকে ফোনে কথা ও ভিডিও কলে কথা হয়েছিলো। মনে হয়েছিলো আমি জেলে ছিলাম। সত্যি বলতে আমি হতাশায় ছিলাম।’


সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ। যা আইসিসি সুপার লিগের অংশ। ২০২৩ সালে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইসিসি সুপার লিগের সিরিজগুলোতে ভালো পারফর্ম করতে হবে টাইগারদের। ওয়ানডে সিরিজের পাশাপাশি তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজও খেলবে তারা।


মিরাজ জানান, সপ্তাহের শেষে সতীর্থদের সঙ্গে অনুশীলনের জন্য মুখিয়ে আছেন তিনি। আরও দুই রাউন্ড পরীক্ষা শেষে অষ্টম দিন থেকে ছোট-ছোট গ্রুপে অনুশীলন করার আশায় আছে বাংলাদেশ দল।


তিনি বলেন, ‘প্রথম তিনদিন পর প্রতিদিন আধা ঘণ্টা ধরে আমাদের হোটেলের বাইরে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিলো। এটি আমাদের সতেজ করেছিলো এবং আবহাওয়া ও পরিবেশ উপভোগ করতে সহায়তা করেছিলো। এতে আমরা ভালো অনুভব করেছিলাম।’


১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে স্থানীয় ও সারাদেশে অবাধে চলার অনুমতি দেয়া হবে। ডুনেডিনের ইউনিভার্সিটি অব ওটাগোতে আগামী ২০ মার্চ থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ২৬ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। 

 

প্রথম ও তৃতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৪টায়। আর দ্বিতীয়টি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। হ্যামিল্টনের সিডন পার্কে ২৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৩০ মার্চ ও পহেলা এপ্রিল হবে পরের দুটি টি-টুয়েন্টি। শেষ দুটি টি-টুয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর