ঢাকা, ৩১ আগস্ট রোববার, ২০২৫ || ১৬ ভাদ্র ১৪৩২
good-food
৬৬১

মহসীন-ন্যান্‌সির আংটি বদল

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৩৯ ২৫ আগস্ট ২০২১  

বিয়ে করতে যাচ্ছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। পাত্র গীতিকবি মহসীন মেহেদী। সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিংয়ের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত আছেন মেহেদী।

 

কয়েকদিন আগে পারিবারিকভাবে আংটি বদল করেছেন তাঁরা। এরই মধ্যে ন্যান্‌সি ও মেহেদী ফেসবুকে তাঁদের রিলেশনশিপ স্ট্যাটাস পাল্টে ‘গট এনগেজড’ দিয়েছেন। কমেন্টবক্সে সংগীতাঙ্গনের অনেকেই শুভেচ্ছা-শুভকামনা জানাচ্ছেন ন্যান্‌সিকে।

 

ন্যান্‌সি বলেন, ‘ইচ্ছে ছিল পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটা অনুষ্ঠান করব। কিন্তু করোনা আর শোকের মাস—সবমিলিয়ে অনুষ্ঠান করতে পারব কিনা জানি না। কোনো প্ল্যান ছাড়া হুট করেই হয়তো শিগগিরই বিয়ের কাজটা সেরে ফেলব।’

 

গানের সূত্রেই মেহেদীর সঙ্গে পরিচয় ন্যান্‌সির। সর্বশেষ গত বছর মেহেদীর লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পেয়েছিল।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর