ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
১৮৫

মা হলেন শারাপোভা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৮ ১৬ জুলাই ২০২২  

মা হলেন টেনিস কুইন মারিয়া শারাপোভা। ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। শুক্রবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে শারাপোভা তার বাগদত্তা এবং সন্তানের একটি ছবি পোস্ট করেন।

 

৩৫ বছর বয়সী ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে লিখেছেন, “আমাদের ছোট্ট পরিবারের জন্য এটি একটি সুন্দর পুরস্কার।”

 

নিজের ৩৫তম জন্মদিনে গর্ভাবস্থার খবর জানান মারিয়া শারাপোভা। ২০২০ সালের ডিসেম্বরে ব্রিটিশ ধনকুবের আলেকজান্ডার গিলকেসের সঙ্গে শারাপোভার বাগদান হয়। 

 

মারিয়া শারাপোভা টেনিস জগতের এক পরিচিত নাম। ২০২০ সালে টেনিস থেকে অবসর নেওয়ার আগে টেনিস কোর্টে জিতেছেন ৩৬টি মেজর ট্রফি। তার মধ্যে রয়েছে দুবার ফ্রেঞ্চ ওপেন, একবার করে অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন এবং উইম্বলডন। 

 

ক্যারিয়ারে ৬৪৫ জয়ের বিপরীতে মারিয়া শারাপোভা হেরেছেন ১৭১টি ম্যাচ। ২০০৫ সালে প্রথমবার মেয়েদের টেনিস র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করেন তিনি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর