ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৫২৩

মাশরাফি-তামিমের ঢাকাকে হারিয়ে দিল রাজশাহী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫০ ১২ ডিসেম্বর ২০১৯  

বড় জয় দিয়ে ‘বঙ্গবন্ধু’ বিপিএলে যাত্রা শুরু করল রাজশাহী রয়্যালস। মাশরাফি-তামিমের ঢাকা প্লাটুনকে ৯ উইকেটে হারিয়েছে তারা। দু’দলেরই এটি প্রথম ম্যাচ ছিল।
দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় রাজশাহী। আগে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে ওপেনার তামিম ইকবালকে (৪) হারায় ঢাকা। এরপর বড় ইনিংস খেলার আভাস দিয়েছিলেন এনামুল হক ও লরি ইভান্স। ভালো শুরুর পরও ছোট ইনিংস খেলে থামেন তারা। এনামুল ১টি চার ও ২টি ছক্কায় ৩৩ বলে ৩৮ রান করেন। ইভান্সের ব্যাট থেকে আসে ১৩ রান।
চার নম্বরে নেমে জাকের আলিও বড় ইনিংস খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু ২১ রানের বেশি করতে পারেননি তিনি। এরপর ঢাকার ৪ ব্যাটসম্যান দু’অংকের কোটা স্পর্শ না করেই ফিরে যান। আর তাতেই দলের বড় সংগ্রহের পথ শেষ হয়ে যায়। থিসারা পেরেরা ১, আরিফুল হক ৫, শহীদ আফ্রিদি ০ ও মেহেদি হাসান ৬ রান করে আউট হর। ১০৩ রানেই অষ্টম উইকেট হারায় ঢাকা।
তবে শেষদিকে ওয়াহাব রিয়াজের ১২ বলে ১৯ এবং অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ১০ বলে অপরাজিত ১৮ রানের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রানের সম্মানজনক স্কোর পায় তারা। ওয়াহাব ২টি চার ও ১টি ছক্কা এবং মাশরাফি ২টি ছক্কা মারেন। রাজশাহীর আবু জায়েদ ২ উইকেট নেন।
জয়ের জন্য ভালো সূচনা করেন রাজশাহীর দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই ও লিটন দাস। উদ্বোধনী জুটিতে ৫০ বল মোকাবেলা করে ৬২ রান করেন তারা। ৪টি চার ও ২টি ছক্কায় ২৭ বলে ৩৯ রান করে ফিরেন লিটন।
তার বিদায়ের পর শোয়েব মালিককে নিয়ে অবিচ্ছিন্ন ৭৪ রানের জুটি গড়ে রাজশাহীর জয় নিশ্চিত করেন জাজাই। হাফসেঞ্চুরির স্বাদ নেন তিনি। ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৭ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন বাঁহাতি ওপেনার। মালিকের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৩৬ রান। তার ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা ছিল। ঢাকার মেহেদি হাসান ১টি উইকেট নেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর