ঢাকা, ১১ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৭ কার্তিক ১৪৩২
good-food
৭৭৮

মেসির গোল উদযাপন রহস্য ফাঁস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৫ ৯ এপ্রিল ২০১৯  

গোল করলেই আকাশের দিকে দুই হাত উঁচিয়ে উদযাপন করেন লিওনেল মেসি।  ফুটবল বিশ্বে তার এ উদযাপন বেশ বিখ্যাত। অন্যসব অঙ্গভঙ্গি থাকতে কেন এমন উদযাপন করেন তিনি।

ইতিমধ্যে সেই রহস্য উন্মোচন হয়েছে।  প্রয়াত দাদীকে শ্রদ্ধা জানাতে এ উদযাপন করেন তিনি।

মেসির অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন দাদী। তার বয়স যখন মাত্র ১০ বছর তখন মাতামহ মৃত্যুবরণ করেন। বাল্যকালে প্রিয়জনকে হারালেও এখনও তাকে ভুলেননি ছোট ম্যাজিসিয়ান।

লিও মনে করেন, দাদী মারা গেলেও উনার ছায়া এখনও তার মাথার ওপর রয়েছে। তিনি উপর থেকে সব সময় তাকে দেখছেন।

এ নিয়ে স্বরল স্বীকারোক্তি দিয়েছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। তিনি বলেন, আমি আকাশপানে দু হাত উঁচিয়ে গোল উদযাপন করি। এ ভঙ্গিমার মাধ্যমে দাদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর