ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৭২৯

মোস্তাফিজের পাঁচে ৩১৫ রানে থামল পাকিস্তান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০০ ৫ জুলাই ২০১৯  

এক পর্যায়ে ২ উইকেটে ২৪৬ রান তুলে ফেলেছিল পাকিস্তান। তখনও বাকি ছিল প্রায় ওভার। স্বভাবতই দৃষ্টিসীমায় ছিল ৩৩০-৩৪০। তবে শেষ পাওয়ার প্লেতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের একটার পর একটা উইকেট তুলে নিতে থাকেন টাইগার বোলাররা।

তাই শেষ ১০ ওভারে ৮৫ রান তুলতে পেরেছে তারা। এর মধ্যে উইকেট হারিয়েছে ৭টি। একাই ৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। সর্বোপরি, ৫০ ওভার শেষে স্কোর বোর্ডে ৯ উইকেটে ৩১৫ রান তুলতে সক্ষম হয়ে পাক ব্রিগেড।

লর্ডসে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা শুভ হয়নি। শুরুতেই ফখর জামানকে মিরাজের ক্যাচ বানান সাইফউদ্দিন।দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে তুলেন ইমাম-বাবর তাদের ১৫৭ রানের জুটি ভাঙেন সেই সাইফউদ্দিনই। সেঞ্চুরির অপেক্ষায় থাকা বাবরকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। ৯৮ বলে ১১ বাউন্ডডারিতে ৯৬ রান করেন বাবর।

১৮০ রানে উইকেট হারানোর পর আরেকটি জুটি পায় পাকিস্তান। তৃতীয় উইকেটে ইমাম-হাফিজ তুলেন ৬৬ রান। জুটি ভাঙার পর বেশ কয়েকটি উইকেট তুলে নেন টাইগাররা বোলাররা।

সেঞ্চুরির পরই মোস্তাফিজের দুর্দান্ত এক ডেলিভারি ব্যাকফুটে খেলতে গিয়ে হিট উইকেট হন ইমাম। ১০০ বলে ৭ চারে কাঁটায় ১০০ রান করেন তিনি।

পরের ওভারে এসে অপর সেট ব্যাটসম্যান হাফিজকে (২৭) তুলে নেন মিরাজ। সুইপ করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারে সাকিবের সহজ ক্যাচ হন মিস্টার প্রফেসর।

১০০তম ওয়ানডে উইকেট হাত দিয়ে ডাকছিল মোস্তাফিজকে। খুব বেশি দেরি করেননি কাটার মাস্টার।  হারিসকে সৌম্যর ক্যাচ বানিয়ে মাইলফলক স্পর্শ করেন তিনি।

এর মধ্যে সাউফউদ্দিনের ইয়র্কারে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন পাক অধিনায়ক সরফরাজ। খানিক পরই দুর্দান্ত ইয়র্কারে বোল্ড ওয়াহাবকে ফেরান তিনি। তবে এক প্রান্ত আগলে রেখে তাণ্ডব চালান ইমাদ।

৪৮তম ওভারের প্রথম বলে অসাধারণ কট অ্যান্ড বোল্ডে শাদাবকে ফেরান মোস্তাফিজ। তবে কাজের কাজটা করে দেন ইমাদ। ২৬ বলে চার ছক্কায় ৪৩ রানের ক্যামিও খেলে ইনিংসের শেষ ওভারে ফিজের শিকার হন তিনি। পরে আমিরকেও বিদায় করেন দ্য ম্যাজিসিয়ান।

মোস্তাফিজই ইনিংস শেষে বাংলাদেশের সেরা বোলার। ৭৫ রান খরচায় নামের পাশে যোগ করেন উইকেট। উইকেট নেন সাইফ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর