ঢাকা, ৩১ আগস্ট রোববার, ২০২৫ || ১৬ ভাদ্র ১৪৩২
good-food
৩৮২

যে কারণে বিসিবি ছাড়ছেন আকরাম খান

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৪৩ ২২ ডিসেম্বর ২০২১  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান।মানসিক চাপ সহ্য করতে না পেরেই এই সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে খোদ নিজেই বিষয়টি নিশ্চিত করেন টাইগারদের সাবেক অধিনায়ক।

 

এসময় নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন আকরাম। তবে কারো কোনও প্রশ্নের জবাব দেননি তিনি। শুধু জানিয়েছেন, মানসিক চাপ সহ্য করতে না পেরেই বিসিবিন ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান পদ থেকে সরে যাচ্ছেন।

 

ইতোমধ্যে এ নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলেছেন আকরাম।এর আগে সোবার বিকেলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তার স্ত্রী সাবিনা আকরাম।

 

তবে সাবিনা বলেন, ‘ক্রিকেট নিয়ে জীবনের বড় একটা সময় পড়ে থাকল আকরাম। আমরা চাই সে পরিবারকে আরও সময় দিক। কিন্তু ক্রিকেট অপারেশন্সের মতো গুরুত্বপূর্ণ পদে থাকলে তা সম্ভব নয়। তাই পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নিয়েছি বোর্ডের ওই পদে আর থাকবে না ও।’

 

২০১৪ সালে পাপন নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদে ঠাঁই পান আকরাম। শুরু থেকেই তার কাঁধে ছিল ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব। তবে তা পালন করতে গিয়ে বেশ কয়েকবার কঠোর সমালোচনার শিকার হন তিনি।

 

আকরামের সময়ে নানা দাবিতে খেলা বর্জেন করেন দেশের সব শ্রেণির ক্রিকেটার। সবশেষ অপরারেশন্স কমিটির ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনও তার কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন। মাঝে মধ্যে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকেও আকার-ইঙ্গিতে আকরামের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায়।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর