ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
১৭৬

লকডাউনে সিনেমার শুটিং বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫১ ১১ এপ্রিল ২০২১  

 দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে আগামী ১৪ এপ্রিল থেকে আবারও লকডাউনের কথা ভাবছে সরকার। এমন পরিস্থিতিতে শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।
পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন জানান, শনিবার সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

শাহীন সুমন গণমাধ্যমকে বলেন, সরকার যদি সর্বাত্মক লকডাউন দেয়, তাহলে  গাড়ি চলাচল বন্ধ থাকবে। করোনাও ভয়াবহ রূপ নিচ্ছে। এ বিষয়ে  কার্যনির্বাহী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। লকডাউন তোলার পর আবার পরবর্তী সিদ্ধান্ত জানাবো। 
তিনি জানান, লকডাউন শুরুর প্রথম দিন থেকে তাদের সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ মারাত্মক বেড়ে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল থেকে সাতদিন সারাদেশে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর