ঢাকা, ০৫ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২০ ভাদ্র ১৪৩২
good-food
২১১

লিটন দাস বাদ: দলে ফিরছেন আকবর!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২০ ২৬ অক্টোবর ২০২১  

শ্রীলঙ্কার বিপক্ষে বড় লক্ষ্য দাঁড় করিয়ে ১৪ বছর পর বিশ্বকাপের মূল পর্বে জয়ের আশা জাগিয়েছিল লাল-সবুজের জার্সিধারীরা। তবে শেষ পর্যন্ত বাজে বোলিং আর ফিল্ডিংয়ে হারই সঙ্গী টাইগারদের। এদিকে, ম্যাচ হারের পর তোপে পড়েছেন লিটন দাস।

কারণ ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দুই দুইটি ক্যাচ মিস করে শ্রীলঙ্কার জয়কে সহজ করে দেন ব্যাট হাতে ব্যর্থ টাইগার এই ওপেনার। তার হাতে জীবন পাওয়া লঙ্কান ব্যাটার চারিথ আসালাঙ্কার ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।

ইউএসপিএন ক্রিকেইনফো টুইট করেছে, লিটনের বদলে বাংলাদেশ দলে সুযোগ দেওয়া উচিত অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর হোসেনকে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর