ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৬৯৭

শাবনূরের ছেলেও করোনা আক্রান্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০০ ২ জানুয়ারি ২০২২  

জনপ্রিয় অভিনেত্রী শাবনূর করোনায় আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এবার জানা গেল, এই নায়িকার ৭ বছর বয়সী পুত্রসন্তান আইজান করোনায় আক্রান্ত হয়েছে।

রবিবার সকালে নায়িকা শাবনূর তার ফ্যান পেইজে ছেলে আইজানের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জানান। শাবনুব বলেন, আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার এক দিন পরই আমার একমাত্র ছেলে আইজানেরও ‘করোনাভাইরাস’ ধরা পড়েছে। এখন সে বাসায় আইসোলেশনে আছে।
গত বুধবার, ২৯ ডিসেম্বর আমার ছেলের জন্মদিন ছিল; কিন্তু নিজে হাসপাতালে ভর্তি থাকায় তার পাশে থাকতে পারিনি। সবার কাছে আমার বিনীত অনুরোধ- আপনারা আইজানের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ পাক যেন আমার নয়নের মণিকে শিগগির সুস্থ করে দেন।


 
শাবনূর বর্তমানে নিউ সাউথ ওয়েলসের ওয়েস্টমেড হাসপাতালে চিকিৎসাধীন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর