ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৫ ভাদ্র ১৪৩২
good-food
৪১০

শেন ওয়ার্ন আর নেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:১১ ৫ মার্চ ২০২২  

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। অস্ট্রেলিয়ার প্রভাবশালী গণমাধ্যম 'ফক্স ক্রিকেট' এই তথ্য নিশ্চিত করেছে।

 

মৃত্যুকালে ওয়ার্নের বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুর সময় শুক্রবার (৪ মার্চ) তিনি থাইল্যান্ডে ছিলেন বলে খবর পাওয়া গেছে।  ওয়ার্নের এজেন্সি জানিয়েছে, থাই বাংলোয় নিষ্প্রাণ অবস্থায় পাওয়া যায় তাকে। পরে চিকিৎসকরা চিকিৎসা শুরু করেন। তবে আর চেতন হননি তিনি।

 

সূত্র জানায়, এখন ওয়ার্নের পরিবার একাকী থাকতে চায়। সময়মতো এই বিষয়ে বাকি তথ্য দেবে তারা। আজ সকালেই অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি রড মার্শ মারা যান। একই দিনে পরপারে পাড়ি জমালেন ওয়ার্ন। এতে দেশটির ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোকস্তব্ধ গোটা ক্রিকেট বিশ্ব।

 

বলা বাহুল্য সর্বকালের অন্যতম সেরা লেগি ওয়ার্ন। বর্ণিল ক্যারিয়ারে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট শিকার করেন তিনি। ক্রিকেটের অভিজাত সংস্করণের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ১৯৪ ওয়ানেডেতে ২৯৩ উইকেটও রয়েছে তার দখলে। সম্প্রতি ঐতিহাসিক অ্যাসেজ সিরিজে তাঁকে ধারাভাষ্য দিতে দেখা যায়।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর