ঢাকা, ৩১ আগস্ট রোববার, ২০২৫ || ১৬ ভাদ্র ১৪৩২
good-food
৫০০

শোবিজকে বিদায় জানালেন অভিনেত্রী মৌরি সেলিম

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৮:৩১ ১০ সেপ্টেম্বর ২০২১  

মডেলিং দিয়ে মৌরি সেলিমের ক্যারিয়ার শুরু। এরপর নাটকে অভিনয় করে  প্রশংসিত হন তিনি। সিনেমাতে কাজ করার আগ্রহ ছিল। কিন্তু এই অভিনেত্রী আগেই শোবিজকে বিদায় জানালেন ।

 বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে অভিনয় ছেড়ে দেয়ার কথা জানান। মৌরি লিখেছেন, ‘চিরদিনের জন্য মিডিয়াকে বিদায় জানাচ্ছি। এখন আমি আমার নিজের ব্যক্তিগত জীবন আর আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি! সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর রহমতে সবসময় সুস্থ থাকি, ভালো থাকি!’

 মিডিয়া থেকে বিদায় নেয়ার ব্যাপারে মৌরি জানান, ‘শখের বশেই এতদিন কাজ করেছিলাম। যতটা প্রত্যাশা ছিল, তার চেয়ে বেশি পেয়েছি। এজন্য সবার কাছে কৃতজ্ঞ। তাছাড়া অনেকদিন ধরে কাজ করছি না। আমার পরিবার খুবই ধার্মিক। তারা চায় না আমি মিডিয়াতে কাজ করি। সব কিছু ভেবে অভিনয় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিলাম। এখন পরিবারকে সময় দিচ্ছি, নিয়মিত নামাজ পড়ি। একদম সাধারণ জীবন যাপন করছি। 
 
মৌরি জানান, এখন থেকে তাদের পারিবারিক ব্যবসা দেখাশোনা করবো। পাশাপাশি নিজেও অনলাইনে ব্যবসা শুরু করার্ ইচ্ছা আছে।
 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর