ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৬০২

শ্রীলংকার সম্ভাব্য বিশ্বকাপ অধিনায়ক গ্রেফতার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১২ ৩১ মার্চ ২০১৯  

মদ্যপ অবস্থায় গাড়ী চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক দিমুত্র করুনারত্নে। রাজধানীতে বেসামাল অবস্থায় গাড়ি চালিয়ে এক থ্রি হুইলার ট্যাক্সি চালককে আহত করেন তিনি। ফলে তাকে গ্রেফতার করে কলম্বো পুলিশ। পরে জামিনে মুক্তি পান তিনি।

বোরেলার পুলিশ জানায়, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একজনকে আহত করেছেন করুনারত্নে। স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। করুনারত্নেকে আটকের পর জামিনও দেয়া হয়। তবে সোমবার তাকে আদালতে হাজির হতে হবে।

শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানায়, আদালতের রায় আসার পরই বোর্ড আমরা সিদ্ধান্ত নেব। আদালতের শাস্তির বাইরেও তাকে আমাদের শাস্তির মুখে পড়তে হবে।

সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জেতে শ্রীলংকা। ওই সিরিজে অধিনায়কত্ব করেন করুনারত্নে। তাই আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তাকে নেতৃত্বের দায়িত্ব দেয়ার ইঙ্গিতও দিয়ে রেখেছিল বোর্ড।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর