ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
৩৩৭

শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণার দিনই ইনজুরিতে মুশফিক-মেহেদী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:০০ ২৫ এপ্রিল ২০২২  

দল ঘোষণার দিনেই বড় দুঃসংবাদ হয়ে এসেছে টেস্ট দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মেহেদী হাসানের ইনজুরি। প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে বিকেএসপিতে ফিল্ডিং করার সময় মুশফিক পায়ে ও মেহেদী হাতে আঘাত পেয়েছেন। মেহেদীর হাতের আঙুল ফেটে গেলেও দশদিনের মধ্যে মাঠে ফিরতে পারবেন বলে আশাবাদী নির্বাচকরা।

 

বিকেএসপির ৪ নম্বর মাঠ, বৈশাখের মধ্য দুপুর। সাভারের তাপমাত্রা তখন ৩৫ ডিগ্রী সেলসিয়াসের বেশি। কিন্তু অনুভব হচ্ছিল ৪৪ ডিগ্রীর মতো। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিলেন ক্রিকেটাররা। এমন সময় মনযোগ ধরে রাখা কঠিন। প্রাইম ব্যাংকের ইনিংসের ১৩তম ওভারে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে পায়ের গোড়ালির চোটে পড়েন শেখ জামাল ব্যাটার মুশফিকুর রহিম। অনেক্ষণ বাউন্ডারির বাইরে বসে থাকার পর মাঠ ছাড়েন তিনি।

 

কিছুক্ষণ পর আরেক বিপত্তি। ১৮তম ওভারে তামিম ইকবালের ক্যাচ নিতে গিয়ে ডানহাতের আঙুলে ব্যাথা পান মেহেদী মিরাজ। তীব্র ব্যাথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন তিনি। পরে এক্সরে করতে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিকভাবে দু’জনের ইনজুরি গুরুতর মনে হলেও ম্যাচ শেষে শোনা গেছে আশার কথা। এক্সরে রিপোর্টে চিড় ধরা পড়েনি মিরাজের আপাতত থাকবেন বিশ্রামে। মুশফিককে রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে। 

 

নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, মিরাজ যে আঙুলে ব্যাথা পেয়েছে আশা করছি এটা ৭-১০ দিনের মধ্যে রিকভারি হয়ে যাবে। অপরদিকে ২৪ ঘণ্টা পার না হলে মুশফিকের ইনজুরি নিয়ে কিছুই বলা যাবে বলেও জানান নান্নু। বলেন, “মুশফিকের বিষয় নিয়ে ওই রকম কিছু পাইনি। তবে ২৪ ঘন্টা না গেলে ইনজুরি নিয়ে কিছু বলা যাবে না।”

 

দুর্ভাগা দু’জনই যুক্ত হয়েছে সুপার লিগে জামালের হয়ে। তীব্র গরমেই কি ইনজুরির মিছিল। মুশফিক-মিরাজের বক্তব্য জানা না গেলেও প্রতিপক্ষ ব্যাটার তামিম ইকবাল বলছেন এমন গরমে খেলা খুব কঠিন। 

 

এদিকে ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম সামনে এনেছেন আরেক সমস্যা। দীর্ঘ যানজট ঠেলে ঢাকা থেকে সাভারে গিয়ে খেলায় ক্রিকেটারদের ওপর ব্যাপক প্রভাব পড়ছে বলে মনে করেন তিনি। ফাহিম বলেন, বিকেএসপিতে এতদূরে এসে খেলার যে প্রেসারটা এটা অনেক কষ্টসাধ্য। এটা বুঝা যাচ্ছে যে, শেষের দিকে এসে খেলোয়াড়রা খুবই ক্লান্ত। ঢাকায় মাঠ স্বল্পতা থাকলেও বিকল্প চিন্তার তাগিদ নাজমুল আবেদীনের।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর