ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
২১০

শ্রীলঙ্কায় হচ্ছে না এশিয়া কাপ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৪ ২১ জুলাই ২০২২  

শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে তাদের দেশে এশিয়ান কাপ আয়োজন করা সম্ভব হবে না। দেশের এই বর্তমান পরিস্থিতির জন্যই শেষ পর্যন্ত সরে দাঁড়াল এসএলসি।

 

এসিসির পক্ষ থেকে বলা হয়েছে, শ্রীলঙ্কা বোর্ড আমাদের জানিয়ে দিয়েছে তাদের পক্ষে এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নয়। দেশে যে রাজনৈতিক সঙ্কট চলছে, তাতে তাদের বিদেশি মুদ্রায়ও সমস্যা রয়েছে। এই পরিস্থিতিতে ছয় দেশকে নিয়ে এই মুহূর্তে ওরা এশিয়া কাপ আয়োজন করতে পারবে না।

 

শ্রীলঙ্কায় যে এশিয়া কাপ হবে না সেটা বোঝাই যাচ্ছিল। তবুও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিল এশিয়া ক্রিকেট কাউন্সিল। বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা ভাবা হয়েছিল। আগ্রহ দেখিয়েছিল বাংলাদেশও। কিন্তু আগস্টে সেখানে বৃষ্টি হয় বলে এশিয়া কাপ আয়োজনের কোনও সম্ভাবনা নেই। এবার বিকল্প হিসেবে ভাবা হচ্ছে ভারতের নামও।

 

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক কর্তা বলেন, আমিরাতের চূড়ান্ত বিকল্প নয়। ভারত বা অন্য কোনও দেশেও এই প্রতিযোগিতা হতে পারে। শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা আগে আমিরাতের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করুক। ওরা রাজি না হলে অন্য কোনও জায়গায় হবে টুর্নামেন্ট।

 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর