ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৪৯৯

সতীর্থকে মারধরের দায়ে ৫ বছর নিষিদ্ধ ক্রিকেটার শাহাদাত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২০ ১৯ নভেম্বর ২০১৯  

সতীর্থ একজন খেলোয়াড়কে মাঠে মারধর করে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হলেন ক্রিকেটার শাহাদাত হোসেন। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় লিগের ম্যাচে মাঠেই সতীর্থ ক্রিকেটারের গায়ে হাত তোলার অপরাধে শাহাদাতকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ডের টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নুর পক্ষ থেকে ক্রিকেটারের শাস্তির ব্যাপারটি নিশ্চিত করা হয়। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত এ শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ পাচ্ছেন শাহাদাত।
পাঁচ বছরের এ শাস্তির শেষ দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা করা হয়েছে। অর্থাৎ আর অপরাধে না জড়ালে তিনি তিন বছর পরই ক্রিকেটে ফিরে আসার সুযোগ পাবেন।
জাতীয় দলের সাবেক এ পেসার জানিয়েছেন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন। জাতীয় লিগের শেষ রাউন্ডের ম্যাচে খুলনার বিপক্ষে ঢাকা বিভাগের হয়ে খেলেছিলেন শাহাদাত।
জাতীয় দলে দীর্ঘদিন খেলা এ পেসারের বিরুদ্ধে অভিযোগ ওঠে রোববার। অভিযোগে বলা হয়, বলের ঔজ্জ্বল্য বাড়ানো নিয়ে কথা বলার সময় শাহাদাত ক্ষিপ্ত হন সতীর্থ অফস্পিনার আরাফাত সানি জুনিয়রের ওপর। সেখানে উপস্থিত ম্যাচ রেফারি আখতার আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ম্যাচ রেফারি আখতার আহমেদ তৎক্ষণাৎ এ ক্রিকেটারকে আইন অনুযায়ীই ম্যাচের শেষ দুই দিনের জন্য বহিষ্কার করেন। সেখানেই গণমাধ্যমকে বলেন, আচরণবিধির লেভেল ৪ ভেঙেছেন শাহাদাত - যাকে অত্যন্ত গুরুতর বলে বর্ণনা করেন তিনি।
টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন গতকাল বলেন, এখানে উল্লেখ্য করা হয়েছে যে লেভেল ৪ ভেঙেছে শাহাদাত। এ ধারা ভাঙলে এক বছর থেকে শুরু করে আজীবনও নিষিদ্ধ হতে পারে।
টেকনিক্যাল কমিটির এক বৈঠকের পরে মঙ্গলবার সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়, শাহাদাত হোসেনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দেশের হয়ে ৩৮টি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৫ সালের পর আর জাতীয় দলে দেখা যায়নি এ ক্রিকেটারকে।
এর আগে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছিল শাহাদত হোসেনের বিরুদ্ধে। এর জেরে তার উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল ২০১৬ সালে। বিষয়টি সেসময় আদালতেও গড়িয়েছিল।
ওই ঘটনার দু্দিন পর শাহাদাত হোসেনের সঙ্গে কথা হয় এক গণমাধ্যমকর্মীর। তাকে এ ক্রিকেটার বলেন, আমি তো আমার প্রতিপক্ষের গায়ে হাত তুলিনি, কাউকে পিটাইনি। আমি যা করেছি সেটা হলো ধাক্কা দিয়েছি।
তিনি আরও বলেন, আরাফাত আমার জুনিয়র ক্রিকেটার, ওকে নিয়েই আমি বিসিবির কাছে আপিল করতে যাবো। আমি ধাক্কা দিয়েছি, একটু 'গ্যানজাম' হয়েছে নিজেদের মধ্যে। এটাকে এতো বড় করে কেন দেখছে, আমি জানি না।
তবে শাহাদাত হোসেন স্বীকার করেন দোষ করেছেন। তিনি বলেন,অনেক বছর ধরে খেলছি আমি। আমি মাঠে কখনই খারাপ ব্যবহার করিনি, যেটা হয়েছে সেটা সময়ের ভুল।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর