ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৬৩৮

সবার ওপরে সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৬ ৯ জুন ২০১৯  

চলতি বিশ্বকাপে রান সংগ্রহের তালিকায় সবার ওপরে সাকিব আল হাসান। শনিবার পর্যন্ত এবারের আসরে ১৩টি ম্যাচ হয়েছে। এখন অবধি সবচেয়ে বেশি রান করেছেন তিনি। ৩ ম্যাচের ৩ ইনিংসে তার রান ২৬০। ব্যাটিং গড় ৮৬ দশমিক ৬৬। ১ সেঞ্চুরির সঙ্গে ২ হাফসেঞ্চুরিও করেছেন বাঁহাতি ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে যাত্রা করে বাংলাদেশ। ওই ম্যাচে ব্যাট হাতে ৭৫ রান ও বল হাতে ১ উইকেট নেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচেও উজ্জ্বল ছিলেন তিনি। ব্যাট হাতে ৬৪ রান ও বল হাতে ২ উইকেট শিকার করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

প্রথম দুই ম্যাচে হাফসেঞ্চুরি তুলে আউট হলেও ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন সাকিব। চার বিশ্বকাপে এটিই তার প্রথম সেঞ্চুরি। তবে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপের মঞ্চে তৃতীয় সেঞ্চুরি করে দেখালেন তিনি।

সেঞ্চুরির ইনিংসে ১২১ রানে আউট হন সাকিব। তাই এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানে এখন অবধি শীর্ষস্থান দখল করেছেন তিনি। ৩ ম্যাচে ৩ ইনিংসে ২১৫ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের জেসন রয়। ১টি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি রয়েছে তার।

পরের দুটি স্থানও দখলে রেখেছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। জশ বাটলার ৩ ইনিংসে ১৮৫ ও জো রুট ৩ ইনিংসে ১৭৯ রান করেছেন। এ তালিকার পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৩ ইনিংসে ১টি হাফসেঞ্চুরিতে ১৪১ রান করেছেন তিনি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর