ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
২৬২

সমর্থকদের ফাইনাল দেখার খরচ দেবেন ম্যানসিটির মালিক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১২ ১৯ মে ২০২১  

আগামী ২৯ মে পর্তুগালের পোর্তোয় এস্তাদিও দ্রাগাও স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে ইংলিশ চ্যাম্পিয়ন সিটি।

 

দলের মালিক আমিরাতের তেল ব্যবসায়ী শেখ মনসুর ‘অল ইংলিশ ফাইনালে’র আগে সিটির সমর্থকদের দারুণ  সুসংবাদ দিয়েছেন । করোনা মহামারির কারণে সীমিত দর্শকের উপস্থিতিতে  ফাইনাল  ‌ম্যাচঅনুষ্ঠিত হবে। চেলসি ও ম্যানসিটি ক্লাব থেকে ৬ হাজার করে সমর্থককে স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখার অনুমতি দিয়েছে উয়েফা।

 

ইংল্যান্ড থেকে ম্যানসিটির ছয় হাজার সমর্থকের পোর্তোয় যাওয়ার ফ্লাইট এবং সেখানের যাতায়াত খরচের পুরোটাই বহন করবেন ম্যান সিটির মালিক ধনকুবের মনসুর। মূলত করোনাকালীন সময়ে সমর্থকদের ওপর আসা অর্থনৈতিক ধাক্কা খানিক প্রশমিত করতেই এ সিদ্ধান্ত নিয়েছে ম্যান সিটি কর্তৃপক্ষ।

 

এ বিষয়ে শেখ মনসুর বলেন, ‘পেপ (গার্ডিওলা) এবং তার দল অসাধারণ এক মৌসুম কাটিয়েছে। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ক্লাবটির জন্য ঐতিহাসিক এক মুহূর্ত। এই বিশেষ ম্যাচে গ্যালারিতে ভক্তদের থাকাটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা সিটির ভালো ও খারাপ সময়ে সমর্থন দিয়েছেন।’

সূত্র: বিবিসি

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর