ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
১৯৯

সহপাঠীকে বিয়ে করলেন ক্রিকেটার শামীম পাটোয়ারি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১৪ ২৯ সেপ্টেম্বর ২০২২  

গেল বছর হঠাৎ জাতীয় দলে ডাক পান তরুণ ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারি। আচমকা তাকে মুদ্রার উল্টো পিঠও দেখতে হয়। শিগগিরই জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। নেপথ্য কারণ বাজে পারফরম্যান্স।

 

বর্তমানে দলের বাইরে আছেন ২২ বছর বয়সী এই ব্যাটার। তবে বাংলাদেশ দলে ফিরতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। সেই শামীম এবার নতুন ইনিংস শুরু করলেন! সহপাঠীকে বিয়ে করেছেন সম্ভাবনাময়ী এ ক্রিকেটার। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের ছবি ভাইরাল হয়েছে।

 

বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর নিজের ফেসবুক প্রোফাইলে এ নিয়ে ছবি পোস্ট করেন শামীম। তিনি লেখেন, সহপাঠী থেকে গেমমেট এবং অবশেষে আত্মার বন্ধু। আলহামদুলিল্লাহ! আপনাদের প্রার্থনায় আমাদের রাখুন।

 

এরপর যোগাযোগ করা হলে শামীম ধন্যবাদ জ্ঞাপন করেন। তবে নতুন বিয়ে নিয়ে বিস্তারিত কিছু জানাননি এই ব্যাটার।

 

বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় লিখেছে, আপনাকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাচ্ছি, চ্যালেঞ্জার শামীম হোসেন পাটোয়ারী। নতুন আশা নতুন চ্যালেঞ্জ। তোমাদের দুজনকেই অভিনন্দন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর