ঢাকা, ০৭ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৩১৯

সাইমন-মাহির আর্তনাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:০৫ ৯ জুন ২০২১  

ঢালিউড চলচ্চিত্রের আলোচিত জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি। ২০১৩ সালে মুক্তি পাওয়া জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন তারা। সিনেমাটি দিয়ে এই জুটিও উঠে আসেন আলোচনায়। কিন্তু এরপর রাজুর আর কোনও সিনেমায় একসঙ্গে দেখা যায়নি তাদের।


৮ বছর পর আবারও সাইমন-মাহি জুটিকে ফেরাচ্ছেন রাজু। ‘আর্তনাদ’ নামের সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।সাইমন বলেন, ‘দীর্ঘ ৮ বছর পর আবারও ওস্তাদের পরিচালনায় কাজ করতে যাচ্ছি। এটা আমার জন্য অনেক বড় আনন্দের বিষয়। ক্যামেরার সমানে কবে দাঁড়াবো সেই অপেক্ষায় আছি। আশা করি, আগের সিনেমার মতো এটিও দর্শকের হৃদয় জয় করবে।’

 

প্রযোজনা সংস্থা সূত্র জানায়, ঢাকায় দু-এক দিন শুট করার পর সিনেমাটির বাকি দৃশ্যধারণ করা হবে গ্রামীণ আবহে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর