ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
১৪৪

সাকিবকে পেছনে ফেলে আইসিসির বর্ষসেরা বাবর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪১ ২৪ জানুয়ারি ২০২২  

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ২০২১ সালের ওয়ানডে ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটার বেছে নিতে মোট চার ক্রিকেটারকে মনোনয়ন দেওয়া হয়েছিল। সেখানে সাকিব আল হাসান, পল স্টার্লিং ও জানেমান মালানকে টপকে বর্ষসেরার স্বীকৃতি অর্জন করলেন বাবর।  

 

২০২১ সালে বাবর আজম ৬ ওয়ানডেতে ৬৭.৫০ গড়ে করেছিলেন ৪০৫ রান। দুটি শতক ও একটি অর্ধশতকও হাঁকিয়েছিলেন তিনি। এ বছর পাকিস্তানের খেলা দুটি ওয়ানডে সিরিজে গুরুত্বপূর্ণ অবদান ছিল বাবরের।

 

সাকিবও ২০২১ সালটা দারুণ কাটিয়েছিলেন। ওয়ানডেতে ৯ ম্যাচে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান করেছেন,। দুটি অর্ধশতক আছে এর মধ্যে। পাশাপাশি ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। বছরের শুরুতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতানো পারফরম্যান্স করেন এই অলরাউন্ডার। তবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হতে সাকিবের এই পারফরমেন্সও যথেষ্ট হয়নি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর