ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৫ ভাদ্র ১৪৩২
good-food
৩৯৯

সাম্প্রদায়িক হামলা নিয়ে ফেসবুকে মিমের পোস্ট

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:১১ ২০ অক্টোবর ২০২১  

দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। সর্বশেষ গত রবিবার (১৭ অক্টোবর) রংপুরের পীরগঞ্জে হিন্দুদের অন্তত ২০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের আওয়াজ উঠেছে। দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের মানুষেরা প্রতিবাদ জানাচ্ছেন। এই ঘটনার নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম।

 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মিম লিখেছেন, কোনো ধর্মই কখনো প্রতিহিংসা শেখায় না। তাই ধর্মীয় বিশ্বাসের নামে সকল সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। আরও একটা কথা, দেশটা যদি আমাদের সকলেরই হয়, তাহলে এখানে ‘সংখ্যালঘু’ বলে কোন শব্দ থাকা উচিত না। আর যদি সংখ্যাতেই কথা বলতে হয়, তাহলে পৃথিবীতে শুধুমাত্র ভালো মানুষেরাই ‘সংখ্যাগরিষ্ঠ’ হোক।

 

মিমের এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন তার ভক্ত-শুভাকাঙক্ষীদের অনেকেই। কমেন্টের ঘরে তারা মিমকে ধন্যবাদ জানিয়েছেন। সম্প্রতি সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সুবর্ণা মুস্তাফা, চঞ্চল চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী, জয়া আহসান, দীপা খন্দকার, আশনা হাবিব ভাবনা, বাপ্পী চৌধুরী, সিয়াম আহমেদসহ অনেকেই।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর