ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
৩৬৭

সেঞ্চুরির পর মুশফিককে নিয়ে স্ত্রীর বিস্ফোরক স্ট্যাটাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪৮ ১৮ মে ২০২২  

অনেক দিন ধরেই রান খরায় ভুগছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহীম। তাকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনাও। টি-টোয়েন্টি থেকে বাদ পড়ারও জোর গুঞ্জন শোনা গেছে। চট্টগ্রাম টেস্ট শুরু আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মুশফিককে ইঙ্গিত করে বলেছিলেন, সিনিয়র ক্রিকেটারদের উচিৎ সেচ্ছায় সরে যাওয়া। 

 

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে নিজেদের প্রথম ইনিংসে তামিম ইকবালের পর সেঞ্চুরির দেখা পান মুশফিক। যা তার ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি। এদিন প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানও পূর্ণ করেন তিনি। ইনিংসটিতে ২৮২ বলে ১০৫ রান করে আউট হন মুশফিক। 

 

মুশফিকের সেঞ্চুরি ও ৫ হাজারের মাইলফলকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী জান্নাতুল মন্ডি ঝাঁঝালো স্ট্যাটাস দিয়ে বিসিবির প্রতি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। মুশফিক সরে গেলে বা বিদায় নিলে বোর্ডের হাতে বিকল্প আছে কিনা সেই প্রশ্ন তুলেছেন তিনি। 

 

মন্ডি তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা হাসিমুখেই বিদায় নিবো ইনশাআল্লাহ। তবে আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো!’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর