ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৭১৪

সেমিফাইনালে খেলা কঠিন হবে, তবে অসম্ভব নয়: মাশরাফি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৫ ২৯ এপ্রিল ২০১৯  

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আসন্ন বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়া কঠিন হলেও অসম্ভব নয়। ১০ দলের বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিটি দলকে নয়টি ম্যাচ খেলতে হবে।
শেষ চারে জায়গা পেতে হলে কমপক্ষে পাঁচটি ম্যাচে জয় পেতে হবে বাংলাদেশকে। আসরজুড়ে দলগুলোর ধারাবাহিকতা ও শক্তিমত্তার পরীক্ষা নেবে আসন্ন বিশ্বকাপ। বলা চলে, সেরা দলগুলোই শেষ চারে জায়গা করে নিতে পারবে। 
আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে মাশরাফি বলেন, এই মুহূর্তে মনে হচ্ছে আমাদের সেমিফাইনালে যাওয়া খুব বড় চ্যালেঞ্জ। সেমিতে যদি যেতে পারি, অনেক বড় অর্জন হবে।
তিনি বলেন, কারণ এবারের ফরম্যাট সেই ৯২’র মতো, যা খুবই কঠিন। সেমিফাইনালে যাওয়া অনেক বড় অর্জন। আমরা অনেকবার সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালে গিয়ে হেরেছি। আগে সেমিফাইনালটা যদি যাই, তাহলে বড় অর্জন হবে। তারপর ওই নির্দিষ্ট  দিনে ভালো খেলা গুরুত্বপূর্ণ।
আসর জুড়ে প্রতিটি দলই কোনো না কোনো ক্ষেত্রে খারাপ সময়ের মধ্য দিয়ে যাবে। তবে খারাপ সময় থেকে ফিরে আসতে পারলেই টুর্নামেন্টের শেষ সপ্তাহ পর্যন্ত টিকে থাকা সম্ভব। 
মাশরাফির ভাষায়, নয়টা ম্যাচে, আমার মনে হয় প্রতিটা দলের খারাপ ভালো যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ পরবর্তী দিনে কামব্যাক করা। যেটা যাবে সেটা তো আর ফিরে আসা সম্ভব না। এটা নিয়ে আমরা আলোচনা করেছি। বিশ্বকাপে এক মাসে নয়টা ম্যাচ খেলতে হবে। এখানে প্রতিটা ম্যাচ আমাদের জন্য সমান যাবে না।
তিনি বলেন, যেটা ম্যাচ খারাপ যাবে পরের ম্যাচে যেন সেই রেশটা না থাকে। এ প্রস্তুতি নিয়ে কথা বলছি। এটা আসলে মানসিক ব্যাপার। আমাদের আরও কথা বলতে হবে। আমরা যেন আরও প্রস্তুত হতে পারি এবং প্রতিটি ম্যাচে নিশ্চিত করতে পারি নিজেদের সেরাটা দিতে, সেটি মাথায় রাখতে হবে। অনেক সময় ম্যাচ হারলেও সেরাটা দিতে পারলে পরের ম্যাচে মন চায়, আরও বেশি কিছু করি। এটা গুরুত্বপূর্ণ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর