ঢাকা, ০৩ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ১৯ ভাদ্র ১৪৩২
good-food
২৩০

স্টোকসের ১৪ নো বলের ধরা পড়ল মাত্র ১টি, অ্যাশেজে বিতর্ক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫১ ৯ ডিসেম্বর ২০২১  

১ উইকেটে ২৬ রান নিয়ে ব্যাট করছিল অস্ট্রেলিয়া। উইকেটে ছিলেন ডেভিড ওয়ার্নার। নিজের প্রথম ওভার করতে এলেন বেন স্টোকস। চতুর্থ বলেই ফিরিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু পরে দেখা গেল এটি নো বল ছিল। বেঁচে গেলেন ওয়ার্নার।

 

এতটুকু পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু দৃশ্যপট বদলাল একটু পরে। টিভি রিপ্লেতে দেখা গেল, স্টোকসের করা আগের তিন বলও ছিল নো। কিন্তু আম্পায়ার নো বল ডাকেননি। হয়তো ওয়ার্নার আউট না হলে নো বলের বিষয়টি আর ধরাই পড়ত না! এরপরই শুরু হয় বিতর্ক। 

 

ব্রডকাস্টার চ্যানেল সেভেনে পরবর্তী সময়ে দেখায় স্টোকসের প্রথম পাঁচ ওভারে নো বল হয়েছে ১৪টি, কিন্তু আম্পায়ার ডেকেছেন মাত্র ১টি। অথচ আইসিসির নিয়ম অনুসারে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রতিটি ডেলিভারিতে নো বল পরীক্ষা করে দেখার কথা রয়েছে আম্পায়ারের। ব্রিসবেনে তেমনটা না হওয়ায় শুরু হয় তুমুল সমালোচনা।

 

পরে জানা গেছে, নো বল পীরক্ষা করার যে যন্ত্র থার্ড আম্পায়ার ব্যবহার করেন, সেটি নষ্ট হয়ে গেছে, যে কারণে আগের নিয়মে নো বল পরীক্ষা করছেন আম্পায়াররা। যেখানে মাঠের আম্পায়াররা দেখলেই কেবল নো বল ডাকবেন। আর থার্ড আম্পায়ার সেটি পরীক্ষা করবেন কেবল উইকেট পতনের পর। এখন পর্যন্ত আইসিসি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

 

এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক কিংবদন্তি রিকি পন্টিং বলেন, ‘কেউ যদি এগুলো পরীক্ষা করার পরও নো বল না দেয়, তা দুঃখজনক। আগে থেকে ধরিয়ে দিলে স্টোকসও শুধরে নিতে পারতেন।’ 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর