ঢাকা, ৩১ আগস্ট রোববার, ২০২৫ || ১৬ ভাদ্র ১৪৩২
good-food
২২৮

‘স্যালুট উদযাপনের’ রহস্য জানালেন এবাদত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:১৮ ৫ জানুয়ারি ২০২২  

নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে হারিয়ে টেস্টে ঐতিহাসিক এক জয় তোলে নিয়েছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে বুধবার ভোরে প্রথম টেস্টের শেষ দিনে ৮ উইকেটের বড় জয় পেয়েছে মুমিনুলবাহিনী। কিউইদের দেওয়া ৪০ রানের টার্গেটে ২ উইকেট হারিয়েই পৌছে যায় বাংলাদেশ। এই জয়ের নায়ক এবাদত হোসেন। ম্যাচসেরা হয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এই পেসার।

 

ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় এবাদত বলেন, ‘২১ বছর ধরে আমরা এখানে (নিউজিল্যান্ডে) আসছি। একটি ম্যাচও জিততে পারিনি। এবার আমরা একটা লক্ষ্য নিয়েই এসেছি। আমরা নিজেদেরকে বলেছি যে, আমরাও পারব। নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল। আমরা যদি তাদেরকে হারাতে পারি তাহলে সেটা নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দিবে। ওটিস গিবসনের (বোলিং কোচ) সঙ্গে আমি কঠোর পরিশ্রম করেছি। বাংলাদেশের কন্ডিশন অনেক ফ্ল্যাট। তবু আমরা শিখছি কীভাবে বিদেশের মাটিতে বোলিং করা যায়।’

 

উইকেট পাওয়ার পর সৈনিকদের মতো স্যালুট দিয়ে উদযাপন করেন এবাদত। জয়ের পর জানালেন সেই উদযাপনের রহস্যও। এবাদত বলেন, ‘আমি বাংলাদেশ বিমানবাহিনীর একজন সৈনিক। আমি জানি কীভাবে স্যালুট জানাতে হয়। আমি ভলিবল থেকে ক্রিকেটে এসেছি। আমি ক্রিকেটটা উপভোগ করছি।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর