ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৫ ভাদ্র ১৪৩২
good-food
৩৭৬

১০ম ফাইফারে সাকিবের পাশে তাইজুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৩ ৯ এপ্রিল ২০২২  

দক্ষিণ আফ্রিকার মাটিতে একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে ৫ উইকেট শিকারের কীর্তি ছিল কেবল সাকিব আল হাসানের। এবার বিশ্বসেরা এই অলরাউন্ডারের পাশে জায়গা করে নিলেন স্পিনার তাইজুল ইসলাম।

 

পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে প্রোটিয়াদের বিপক্ষে ৫ উইকেট শিকার করেন তাইজুল। যা এই বাঁহাতি স্পিনারের ক্যারিয়ারের ১০ম ৫ উইকেট শিকার। নিজের ১০ম ৫ উইকেট শিকারের মাধ্যমে সাকিবের পাশে নিজের নাম লেখালেন তাইজুল। দ্বিতীয় টাইগার ক্রিকেটার হিসেবে প্রোটিয়াভূমে টেস্টে পাঁচ উইকেট পেলেন তিনি।

 

৫ উইকেট শিকারের পথে তাইজুল প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার, কিগান পিটারসেন, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার ও কেশভ মহারাজকে শিকার করেন। এজন্য তিনি খরচ করেছেন ১১৪ রান। টেস্টে নিজের দেড়শতম শিকার করেছেন তাইজুল। 

 

এর আগে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে টানা দুই টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে ২বার ৫ উইকেট শিকার করেন সাকিব। সেঞ্চুরিয়ানে ৯৯ রানে নেয়া ৬ উইকেট টাইগারদের মধ্যে প্রোটিয়াদের মাটিতে সেরা টেস্ট বোলিং ফিগার। এছাড়াও ব্লুমফন্টেইনে ১৩০ রানে ৫ উইকেট শিকার করেন তিনি।

 

এছাড়া সাকিবের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ১০বার ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন তাইজুল। টেস্টে সর্বোচ্চ ১৮ বার পাঁচ উইকেট শিকারের রেকর্ড রয়েছে সাকিবের। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মেহেদী মিরাজ। টেস্টে তৃতীয় সর্বোচ্চ ৮ বার পাঁচ উইকেট শিকার করেছেন এই অফস্পিনার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর