ঢাকা, ০৯ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৫১০

৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৪ ১৮ ফেব্রুয়ারি ২০২১  

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আবারও দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার চতুর্দশ আইপিএলের নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে শাহরুখ খানের দল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমান ৩ কোটি ৭৪ লাখ টাকা। এর আগে ৭ মৌসুম নাইট রাইডার্সে খেলেছেন সাকিব। গত দু মৌসুম আগে তাকে ছেড়ে দেয় শাহরুখ খানের দল। এরপর সাকিব সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন।

 

সাকিবকে ছেড়ে দেওয়ার পর কলকাতা নাইট রাইডার্সে কোনো বাঙালি ক্রিকেটার ছিল না। ছিল না কোনো স্থানীয় ক্রিকেটার। বিষয়টি নিয়ে কোলকাতার মিডিয়ায় সমালোচনা হয়। কলকাতার সমর্থকরা সাকিবকে ফেরানোর দাবি জানায়। কিন্তু ত্রয়োদশ আইপিএলের আগে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হন সাকিব। এখন নিষেধাজ্ঞা কেটে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। আইপিএল খেলতে বাঁধা নেই।

 

সাকিবকে নিয়ে আজ রীতিমত লড়াইয়ে নামে কলকাতা নাইট রাইডার্স কিংস ইলেভেন পাঞ্জাব। শেষ পর্যন্ত শাহরুখ খানের কলকাতা সাকিবকে ঘরে নিয়ে নেয়। নিলামে হরভজন সিং এবার কোন দল পাননি। তবে বাংলাদেশের কাটার মোস্তাফিজকে ১ কোটি রুপিতে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর