ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৯৭২

 কিউদের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১৮ ১৩ ফেব্রুয়ারি ২০১৯  

 নিউজিল্যান্ড সফরের প্রথম ওয়ানডেতে ধুঁকছে বাংলাদেশ। কেউই উইকেটে দাড়াতে  পারছেন না।
নেপিয়ারে টস জিতে ব্যাটিং নেন দলনেতা মাশরাফি। দলীয় ৫ রানেই টেন্ট বোল্টের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তামিম ইকবাল (৫)।

এরপর দলীয় ১৯ রানে লিটন কুমার দাসকে (১) বোল্ড করেন হেনরি। তবে, অপরপ্রান্তে শুরু থেকে দারুণ খেলছিলেন সৌম্য সরকার। তাকে সঙ্গ দিতে এসে মুশফিকুর রহিম খুব একটা সুবিধা করতে পারেননি।

দলীয় ৪২ রানে মুশফিককে (৫) সরাসরি বোল্ড করেন বোল্ট। একই রানে সৌম্যকে নিজের বলে ক্যাচ নিয়ে ফেরান হেনরি। সৌম্য ২২ বলে ৫ চার এক ছক্কায় ৩০ রান করেন। এরপর মোহাম্মদ মিথুনকে নিয়ে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৯ রানের এই জুটি ভাঙেন ফার্গুসন। তার বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেয়ার আগে রিয়াদ করেন ১৩ রান।

অবশ্য নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের অভিজ্ঞতাটা খুব একটা সুখকর নয়। ২০১৭ সালের নিউজিল্যান্ড সফরে তিন সংস্করণের সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

উপমহাদেশের ক্রিকেটারদের জন্য নিউজিল্যান্ড সব সময়ই কঠিন কন্ডিশন। তবে, ওয়ানডেতেও বাংলাদেশ যথেষ্ট সমীহ জাগানো দল। নিজেদের সর্বশেষ পাঁচ খেলায় চারটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর