ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২
good-food
৯৮০

 রাজশাহীর কাছে কুমিল্লার হার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২৫ ২১ জানুয়ারি ২০১৯  

 ঢাকা পর্বের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজের দলের কাছে ৩৮ রানে হেরে গেল কুমিল্লা। সোমবার লোরি ইভান্সের বিস্ফোরক সেঞ্চুরিতে কুমিল্লার সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করে রাজশাহী কিংস। সেই চ্যালেঞ্জ তাড়া করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টপ অর্ডারের সব ব্যাটসম্যানই মারমুখী ব্যাট করেন। কিন্তু কেউই নিজেদের ইনিংসটাকে খুব বেশি দীর্ঘ করতে পারেননি। ফলে রাজশাহীর দেওয়া লক্ষ্য অধরাই থেকে যায় ইমরুল কায়েসদের কাছে। 

এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৬ রান করে রাজশাহী। জবাবে ১৮ দশমিক ২ ওভারে ১৩৮ রান করে গুটিয়ে যায় কুমিল্লা।

রাজশাহীর দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৩৭ রানে প্রথম উইকেট হারায় কুমিল্লা। পিটিয়ে খেলতে থাকা তামিম ইকবালকে মার্শাল আইয়ুবের ক্যাচে পরিণত করেন তিনি। আউট হওয়ার আগে ২টি করে ছক্কা ও চারে সাজিয়ে ২৪ বলে ২৫ রান করেছেন তামিম।

তামিমের পর লিয়াম দাসোন (১৭), শহীদ আফ্রিদি (১৯) ও মোহাম্মদ সাইফউদ্দীনের (০) উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন রাব্বি।

 তামিমের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি  ওপেনার এনামুল হক। ব্যক্তিগত ২৬ রানে (২৩ বলে) রায়ান টেন ডোশের শিকার হন তিনি। এরপর কুমিল্লার কোন ব্যাটসম্যানই ক্রিজে দাঁড়াতে পারেননি ।

শামসুর রহমান ১১ বলে ১৫, জিয়াউর রহমান ৮ বলে ১২ ও ইমরুল কায়েস ১০ বলে ১৫ রান করে আউট হয়ে যান। শেষ দিকে অবশ্য আফ্রিদি কিছুটা আশা জাগান। কিন্তু তাকে ফিরিয়ে কুমিল্লার শেষ আশাটিও নিভিয়ে দেন রাব্বি।

রাজশাহীর হয়ে ১০ রানে ৪ উইকেট নিয়েছেন রাব্বি। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন কাইস আহমেদ ও ডেশে। মোস্তাফিজুর রহমান ও আরাফাত সানি একটি করে নিয়েছেন  উইকেট।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর