ঢাকা, ০৯ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৪৪৪

অবসরে নাফিস-রাজ্জাক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৫ ১৩ ফেব্রুয়ারি ২০২১  

জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পেয়েছেন আব্দুর রাজ্জাক। শাহরিয়ার নাফিস ঢুকছেন ক্রিকেট পরিচালনা বোর্ডে। অথচ দু’জনের কেউই অবসর নেননি আন্তর্জাতিক ক্রিকেট থেকে। দায়িত্ব নিয়ে প্রশ্ন দূর করতে তাই শনিবার (১৩ ফেব্রুয়ারি) এ জরুরি কাজটুকুও সেরে নিলেন রাজ্জাক-নাফিস। 

 

তাদের বিদায় উপলক্ষে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের সামনে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। বাংলাদেশ-ওয়েস্ট ইনিড্জ টেস্ট চলাকালীন সময়েই অবসরের ঘোষণা দেন দু’জন। পরে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

 

দুজনের আন্তর্জাতিক ক্যারিয়ার কাছাকাছি সময়ে শুরু হলেও ঘরোয়া ক্রিকেটে আব্দুর রাজ্জাক অনেকটা সিনিয়র। ২০০১-২০০২ সালে ঘরোয়া ক্রিকেটে পা রাখা রাজ্জাকের আন্তর্জাতিক অভিষেক হয় ২০০৪ সালে। তারপরের দশ বছর নিয়মিতই খেলেছেন জাতীয় দলে। তিন সংস্করণে দেশের হয়ে ২৭৯ উইকেট নিয়েছেন এ বাঁহাতি স্পিনার। 

 

বিদায়ী বক্তব্যে রাজ্জাক বলেন, ‘গতকাল পর্যন্ত আমি ছিলাম ক্রিকেট খেলোয়াড়। আর এখন আমার আরেকটা পরিচয় বলতে হবে। যতটা সহজে বলছি আমার জন্য ততটা সহজ না। আমি এখনো ঘোরের মধ্যে আছি। ৯৪ থেকে আমার মূলত ক্রিকেটে আসা। যখন আমি বিকেএসপিতে ভর্তি হয়েছি। আবেগ বলে যে ব্যাপারটা আছে, আমার মধ্যে সেটা কাজ করছে।’

 

অন্যদিকে ২০০৪ সালে ঘরোয়া ক্রিকেট দিয়ে শুরু করা শাহরিয়ার নাফিস জাতীয় দলে জায়গা পান ২০০৫ সালেই। পরের বছরেই গিলেস্পি-ওয়ার্ন-ব্রেট লি’র মতো বোলারদের অসহায় বানিয়ে তুলে নেন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি। পরের কয়েকবছরও খেলেছেন সাফল্যের সাথেই। তবে ২০১১ থেকেই পারফরম্যান্স ছিল নিম্নমুখী। সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০১৩ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে। 

 

অবসর নিয়ে অবশ্য রাজ্জাকের মতো অতটা আবেগে ভাসেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। বিদায়ী বক্তব্যে বলেন ‘যখন মনে করেছি ক্রিকেটে খেলোয়াড় হিসেবে আর কিছু কন্ট্রিবিউট করতে পারব না। তখন ভেবেছি ক্রিকেটের সঙ্গেই থাকব। মনে হয়েছে এটাই আদর্শ সময়। ক্রিকেটার হিসেবে যা দিতে পারতাম, অন্য ভূমিকায় ক্রিকেটকে বেশি দিতে পারব। কাজেই কষ্ট হয়নি।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর