ঢাকা, ০৬ অক্টোবর সোমবার, ২০২৫ || ২১ আশ্বিন ১৪৩২
good-food
৪৪

অভিষেকের পর পাকিস্তানকে কটাক্ষ অমিতাভের, কড়া জবাব শোয়েবকে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩২ ২৯ সেপ্টেম্বর ২০২৫  

এশিয়া কাপে পাকিস্তানকে দুরমুশ করে ট্রফি জিতেছে ভারত। খেলা শেষে রানার-আপের চেক নিলেও তা ছুড়ে ফেলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে খেলা শেষ হতেই ‘শত্রুপক্ষ’কে জব্বর জবাব দিলেন অমিতাভ বচ্চন। তার সেই বুদ্ধিদীপ্ত, অথচ কটাক্ষপূর্ণ জবাবে মাতোয়ারা নেটিজেনরা।

 

ফাইনালের দুই দিন আগে এক চ্যাট শো’য়ে ফাইনালে পাকিস্তানের সম্ভাবনা বিশ্লেষণ করার সময় খোদ শোয়েব আখতার ভারতীয় ব্যাটার ‘অভিষেক শর্মা’র পরিবর্তে ভুলবশত ‘অভিষেক বচ্চন’ বলে বসেন। প্যানেলে উপস্থিত বাকিরাও সাবেক পাক পেসারের কথায় হেসে ফেলেন। আর সেই পর্বের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের গতিতে ভাইরাল হয়। এমনকি, অমিতাভ-পুত্র অভিষেক বচ্চনও বিষয়টি নিয়ে শোয়েবের সঙ্গে মজা করেন।

 

রোববার পাকিস্তান ভারতের কাছে পরাস্ত হতেই ময়দানে নামেন অমিতাভ। এক্স হ্যান্ডলে পাকিস্তানকে সরাসরি ‘শত্রুপক্ষ’ বলে অভিহিত করেন তিনি। এখানেই শেষ নয়, ক্রিকেটার অভিষেক শর্মার সঙ্গে অভিষেক বচ্চনকে গুলিয়ে ফেলা নিয়েও শোয়েবকে দুর্দান্ত মজার ছলে উপযুক্ত জবাব দেন বিগ বি!

 

অমিতাভ লেখেন, ‘ওদিকে ওরা কথায় পিছল (নাম ভুল বলা প্রসঙ্গে) খেল। এদিকে ব্যাট, বল বা ফিল্ডিং না করেই শত্রুকে হারিয়ে দিলে! খুব ভালো খেলেছ ‘অভিষেক বচ্চন’। জয় হিন্দ! জয় মা দুর্গা।

 

শোয়েবের এমন নাম-বিভ্রান্তির পাল্টা জবাব দিয়েছিলেন অভিষেকও। সেদিন শোয়েবের উদ্দেশে তিনি বলেন, ‘যথেষ্ট সম্মানের সঙ্গেই বলছি, ভাববেন না যে পাকিস্তান আমাকেও হারাতে পারবে। আমি ক্রিকেটে পারদর্শী না হলেও আমাকে হারানো সম্ভব নয়। প্রতিবেশী দেশকে যে একচুল জায়গা ছাড়তে রাজি নন, সেটা বুঝিয়ে দিলেন বাপ-বেটা।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর