ঢাকা, ০২ জুলাই বুধবার, ২০২৫ || ১৭ আষাঢ় ১৪৩২
good-food
৩১১৯

নয়া রাজপুত্রের নাম ঘোষণা

অর্চি অর্থ প্রত্যয়ী  

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৮ ৯ মে ২০১৯  

নতুন রাজপুত্রের নাম রাখা হলো অর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসর।

নবজাতকের এই নামটিই চূড়ান্ত করলেন  ব্রিটেন রাজপরিবারের প্রিন্স হ্যারি ও মেগান দম্পতি।

 

রাজপরিবার আলোকিত করা সদ্যজাত রাজপুত্র সম্পর্কে মেগান মার্কেল বলেন, সে খুবই মিষ্টি মেজাজের। খুবই শান্ত। সে আমাদের স্বপ্ন।

 

বাবা প্রিন্স হ্যারি হাসতে হাসতে বললেন, আমি জানি না কার কাছ থেকে সে এটা পেয়েছে।

 

অর্চি নামের অর্থ হলো  ‘নিখাদ’, ‘প্রত্যয়ী’, ‘সাহসী’।

এ নামটি যুক্তরাষ্ট্রের চেয়ে যুক্তরাজ্যে বেশি জনপ্রিয়। এটি আর্চিবল্ড শব্দের সংক্ষিপ্ত রূপ।

 

উইন্ডসর ক্যাসেলে রানি দ্বিতীয় এলিজাবেথ এবং ডিউক অব এডিনবার্গ তাদের অষ্টম এবং সবচেয়ে কনিষ্ঠ সদস্যকে দেখতে যাওয়ার পরেই এই রাজপুত্রের নাম ঘোষণা করা হয়।

তবে এই রাজপুত্রের নামের সঙ্গে কোন পদবী ব্যবহার করতে চাননি হ্যারি এবং মেগান।

 

নতুন রাজপুত্রকে ঘিরে রানি এলিজাবেথ, ডিউক অব এডিনবার্গ, প্রিন্স অব ওয়েলস, ডাচেস অব কর্নওয়েল, ডিউক ও ডাচেস অব কেমব্রিজসহ সবাই উৎফুল্ল।

 

রানি দ্বিতীয় এলিজাবেথের সরকারি বাসভবন বাকিংহাম প্যালেস জানিয়েছে, নতুন রাজপুত্রের ওজন হয়েছে ৭ পাউন্ড ৩০ আউন্স।

 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর