ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২
good-food
৮১০

আইপিএলে মুসফিককে নিতে কোন দলের আগ্রহ দেখা যায়নি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৫ ১৮ ডিসেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আইপিএলের ১২তম আসরের নিলামে অবিক্রিত থেকে গেছেন বড় বড় তারকা মহারথীরা। তার মধ্যে আছেন যুবরাজ সিং, ম্যাককুলাম, মার্টিন গাপটিলদের নাম। এমনকি কোরি অ্যান্ডারসন, ডেল স্টেইন, ক্রিক ওকসরাও অবিক্রিত। পাশাপাশি অবিক্রিত ছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। 

উইকেটরক্ষক ক্যাটাগরিতে তার ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি। কিন্তু কোন দল তাকে কিনতে আগ্রহ দেখায়নি। ক্যামেরাগুলো এ সময় আটটি ফ্র্যাঞ্চাইজি দলের প্রতিনিধিদের ওপর ধরা ছিল। মুশফিককে কিনতে কারও মুখে তেমন কোনো অভিব্যক্তি ছিল না। এছাড়া উইকেটরক্ষক ক্যাটাগরিতে থাকা নামান ওঝা, লুক রনকি, কুশল পেরেরা অবিক্রিত থেকে গেছেন। শুরুর দিকে নিলামে ওঠা চেতেশ্বর পূজারা, মনোজ তিওয়ারিরা দল পাননি। 

সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদের একজন উইকেটরক্ষক নেওয়ার কথা ছিল। তারা গেলবারের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে ছেড়ে দেয়। ভারতীয় এই ব্যাটসম্যান দল পাবেন কিনা তা নিয়ে ছিল সংশয়। কারণ তার চোট। তবে হায়দরাবাদই রেখে দিয়েছে ঋদ্ধিকে। এছাড়া দলটি বিকল্প উইকেটরক্ষক হিসেবে নিয়েছে জনি বেয়ারস্টোকে।

 এবারের আসরে বাংলাদেশ থেকে আইপিএলের নিলামে দুজন খেলোয়াড় অংশ নিয়েছেন—মুশফিক ও মাহমুদউল্লাহ। মুস্তাফিজুর রহমানকে না খেলানোর সিদ্ধান্ত বিসিবির। বিসিবি জানিয়েছেন মুস্তাফিজ ইঞ্জুরিতে আছে। অন্যদিকে সামনে বিশ্বকাপ। সব দিক বিবেচনায় মুস্তাফিজকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। 

বাংলাদেশ থেকে এবারের আইপিএলে নিবন্ধন করেন মোট ১০ জন। তাদের মধ্যে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহকে রাখা হয় নিলামে। এর আগে ২০১৬ সালে আইপিএলের নিলামে উঠেছিলেন মুশফিক। কিন্তু দল না পাওয়ায় আইপিএলের স্বাদ নেওয়া হয়নি তার। 

এর আগে ২০১৬ আইপিএলের নিলামেও অংশ নিয়েছিলেন মুশফিক। সেবারও নিলামের প্রথম দিনে তাঁর নাম উঠেছিল। কিন্তু কোনো দলই বাংলাদেশের ‘মি. ডিপেন্ডেবল’কে কিনতে আগ্রহ দেখায়নি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর