ঢাকা, ০৯ নভেম্বর রোববার, ২০২৫ || ২৪ কার্তিক ১৪৩২
good-food
৪৮৬

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪৫ ২৭ ডিসেম্বর ২০২০  

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত এ দশকের সেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

 

এ দলে আরো আছেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মাহেন্দ্র সিং ধোনি, বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির ও লাসিথ মালিঙ্গা।

 

১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাকিব এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৬৩২৩ রান করেছেন এবং ২৬০ উইকেট শিকার করেছেন।

 

গত ১০ বছরে যারা ওয়ানডে ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের নিয়ে এ একাদশ বানিয়েছে আইসিসি। কাউন্সিলের মনোনীত সাংবাদিক, ক্রিকেট সম্প্রচারকরা এ দল তৈরি করেছেন। ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স আমলে নেয়া হয়েছে এখানে।


২০১৯ সালে আইসিসিরি দুর্নীতি-বিরোধী নিয়ম লঙ্ঘনের তিনটি অভিযোগ স্বীকার করে নেয়ার পর ২ বছরের জন্য সাকিবকে বহিষ্কার করা হয়, যার মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা ছিল।

 

নিষেধাজ্ঞা শেষ করেই বাংলাদেশের সাকিব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডারের জায়গা ফিরে পান।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর