ঢাকা, ০৮ নভেম্বর শনিবার, ২০২৫ || ২৪ কার্তিক ১৪৩২
good-food
৬৩৯

আগামীতে চলচ্চিত্রে ভালো কিছু কাজ করতে চাই -সাবা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:০৮ ২১ জুলাই ২০২০  

ব্যস্ত অভিনেত্রী সোহানা সাবা চার মাস যাবত বাসায় আছেন। বই পড়ে, সিনেমা দেখে সময় পার করছেন। সাবা বলেন, করোনার কারনে গেলো চার মাস  কিছু করা হয়নি। একেবারে ঘরবন্দি। 
জানালেন কিছুদিনের মধ্যে প্রয়োজনার খাতায় নাম লিখাতে চলেছেন। প্রতিষ্ঠানের নাম 'খামারবাড়ি প্রোডাকশন হাউস'।  তিনি বলেন, একটি ওয়েব সিরিজ ও দুটি ছবি বানাবো। সব প্রস্তুত আছে। করোনা পরিস্থিতি ভালো হলেই কাজে নামবো। 
চলচ্চিত্র বিষয়ে সাবা বলেন, সিনেমাতেই এখন আমার মনযোগ বেশি। ভালো কিছু কাজ করতে চাই।
জানালেন, এখন কাজ নেই, তাই কারও সাথে যোগাযোগ হচ্ছে না।ঈদের পর ছাড়া আর শুটিংয়ে ফেরা হবে না। 
 দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে সাবার মধ্যবর্তী সিরিয়াল।  সাবা বলেন,  দীপ্ত টিভির বাজেট ও অ্যারেঞ্জ ভালো বলে এই সিরিয়ালে কাজ করেছি। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে এটি নির্মিত হয়েছে। লকডাউনের আগে 'মানিকের লাল কাঁকড়া' শিরোনামের একটি চলচ্চিত্রের শুটিং করেছেন। এটি পরিচালনা করছেন আফজাল হোসেন।  বছরের শেষের দিকে ওপার বাংলার একটি ছবিতে কাজ করার কথা আছে। 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর