ঢাকা, ০৫ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ২০ শ্রাবণ ১৪৩২
good-food

আমেরিকায় শাকিব-বুবলির ঘোরাঘুরি, যা বললেন অপু

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৩ ৪ আগস্ট ২০২৫  

যুক্তরাষ্ট্রে একান্ত সময় কাটাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলী এবং তাদের ছেলে শেহজাদ খান বীর। আর ঢাকায় ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী অপু বিশ্বাস। রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় তাকে ঢাকার বনানীর এক রেস্টুরেন্টে দেখা যায়। লেখক সিফাত নুসরাতের নতুন বই অগ্নিকন্যা উন্মোচন অনুষ্ঠানে ছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন মডেল মারিয়া, সংগীতশিল্পী কোনাল, প্রযোজক আজিজসহ শোবিজ অঙ্গনের অনেকে।

 

সেসময় যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর সময় কাটানো নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে অপু বলেন, কী অনুভূতি বলবো! মানুষ মানুষকে না-ও চিনতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন। কিন্তু সেই মুহূর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারেন। আবার এমনও হতে পারে। আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নাও ভালোবাসতে পারেন। এটাই সত্যি।

 

শাকিব প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি গত ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন, তাহলে আজই পড়ে নিতে পারেন। তাহলেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

 

অভিনেত্রী আরও বলেন, ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের পেশাগত সম্পর্ক রয়েছে। আমরা সবাই প্রফেশনাল শিল্পী। যাদের নাম বললেন তারাও প্রফেশনাল। সেদিক থেকে আমি সবার প্রতিই সম্মান রাখি।

 

আব্রাম খান জয়কে নিয়ে নিজের মাতৃত্ব ভাবনার প্রসঙ্গে অপু বলেন, অভিনেত্রী হিসেবে আমি সফলতা পেয়েছি। কিন্তু মা হিসেবে আমার জীবনের সফলতা সেদিনই আসবে যেদিন আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ হিসেবে সবার সামনে উপস্থাপন করতে পারবো। দর্শক ও ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ, তারা যেন সবসময় ভালোবাসা ও দোয়া দিয়ে আমাকে ভরিয়ে রাখেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর