ঢাকা, ১২ অক্টোবর রোববার, ২০২৫ || ২৬ আশ্বিন ১৪৩২
good-food
৪২৩

আশুরার মিছিলে গুলি, নিহত ৫

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৫ ১০ সেপ্টেম্বর ২০১৯  

পবিত্র আশুরা উপলক্ষে শোকার্ত মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়েছে নাইজেরিয়ার সেনাবাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। দেশটির উত্তরাঞ্চলীয় কয়েকটি শহরে এ হামলার ঘটনা ঘটেছে।

এছাড়া টিয়ারশেল নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করেছে নাইজেরিয়ান সেনাবাহিনী। এর ফলেও অনেকে আহত হয়েছেন।

স্থানীয়দের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, রাজধানী আবুজায় আশুরার শোক মিছিল করতে দেয়া হয়নি। শোকার্ত মানুষ যাতে একত্রিত হতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয় নিরাপত্তা বাহিনী।

এর আগে দ্য ইসলামিক হিউম্যান রাইটস কমিশন (আইএইচআরসি) সতর্ক করে বলে, শোক মিছিলে হামলার জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর