ঢাকা, ১২ অক্টোবর রোববার, ২০২৫ || ২৬ আশ্বিন ১৪৩২
good-food

মমতার রাজনীতির স্মৃতিতে অমিতাভ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৪৩ ১২ অক্টোবর ২০২৫  

অমিতাভ বচ্চনের ৮৩ তম জন্মদিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শুভেচ্ছা জানিয়ে এক টুইট করেছেন। শনিবার, মমতা তার টুইটে লেখেন, “আপনার জীবন যেন ভালো স্বাস্থ্য, সুখ এবং আরও অনেক অনুপ্রেরণামূলক বছর নিয়ে ভরে থাকে।”

 

রাজনৈতিক স্মৃতির কথা মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “১৯৮৪ সালে যখন আমরা দুজন প্রথমবার সংসদে সদস্য হয়েছিলাম, তখন থেকে আমি অমিতাভ জীর সঙ্গে একটি আন্তরিক সম্পর্ক তৈরি করেছি।”

 

তিনি আরও লিখেছেন, “কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অমিতাভ এবং জয়া অনেকবার আমাদের সম্মানিত করেছেন তাদের উপস্থিতির মাধ্যমে। তারা আমাদের উৎসব পরিবারের অংশ। জন্মদিনে অনেক শুভেচ্ছা অমিতাভ জী।”

 

 

এক সময় কলকাতায় চাকরি করতেন অমিতাভ বচ্চন, তার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হয় পরিচালক মৃণাল সেনের ‘ভুবন সোম’ ছবির মাধ্যমে, যেখানে তার ভারী কণ্ঠ ব্যবহৃত হয়েছিল।

 

সাফল্যের পথে অনেক বাধা থাকলেও, অমিতাভ তার কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অতিক্রম করেছেন।

 

অমিতাভ বচ্চনকে ‘বলিউড শাহেনশাহ’ হিসেবে অভিহিত করা হয়, এবং তিনি আজও চলচ্চিত্র ও টেলিভিশন জগতে তার প্রভাব বজায় রেখেছেন। তার সাফল্যের গল্প শুধু সিনেমা জগতেই সীমাবদ্ধ নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সমান জনপ্রিয়।

 

১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সিপিএমের বর্ষীয়ান নেতা সোমনাথ চট্টোপাধ্যায়ক পরাজিত করে সাংসদ নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি ছিলেন দেশের সবচেয়ে তরুণ সাংসদদের মধ্যে একজন। সেই সময়ে তাকে সারা ভারত যুব কংগ্রেসের সাধারণ সম্পাদকও মনোনীত করা হয়।

 

মমতার রাজনৈতিক যাত্রা ১৯৮৪ সাল থেকেই শুরু। সেবার তিনি প্রথমবার লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জয়লাভ করেন। ২৯ বছর বয়সে, মমতা সিপিএমের অভিজ্ঞ নেতা সোমনাথ চট্টোপাধ্যায়ক পরাজিত করে ইতিহাস তৈরি করেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর