ঢাকা, ০৮ অক্টোবর বুধবার, ২০২৫ || ২৩ আশ্বিন ১৪৩২
good-food

‘হিজাব’ পরায় তুমুল কটাক্ষের শিকার দীপিকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১০ ৮ অক্টোবর ২০২৫  

বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না দীপিকা পাড়ুকোনের। স্পিরিট আর কাল্কি নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে চর্চায় রণবীর ঘরণী। ‘হিজাব’ পরায় তুমুল কটাক্ষের শিকার অভিনেত্রী। সম্প্রতি মরু শহর আবু ধাবি-র প্রচারে এক বিজ্ঞাপনী ক্যাম্পেনের অংশ হয়েছেন দীপবীর জুটি। সেখানেই রণবীরকে শেরওয়ানি লুকে দেখা গেছে। অন্যদিকে হিজাব পরে রয়েছেন দীপিকা, যা দেখে চটেছেন নেটপাড়ার একটা বড় অংশ।

 

শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের ঐতিহ্য এবং ইসলামকে সম্মান জানিয়েই হিজাব পরেন এই বলিকন্যা। এর আগে মেয়ের মুসলিম ঘেঁষা নাম রাখায় ব্যাপক ট্রোলের মুখে পড়েছিলেন দীপবীর। এবার হিজাব পরায় ফুঁসছে নেটপাড়া।

 

অনেকের দাবি, নিজের দেশের সংস্কৃতির প্রচারে এতটা উদ্যমী হননি দীপিকা। কেউ কেউ দীপিকার ‘মাই চয়েস’ ভিডিওর কথা স্মরণ করে লেখেন, ‘এখন হিজাব পরে তিনি পর্যটনের প্রচার করছেন, তার নিজের ‘চয়েস’ স্ট্যান্ডের কী হয়েছে? এই বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে। বিজ্ঞাপনে দীপবীর জুটি দুজনেই আবুধাবির ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রশংসা করেছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর