ঢাকা, ০৬ অক্টোবর সোমবার, ২০২৫ || ২১ আশ্বিন ১৪৩২
good-food
৩৫

বাগদান সারলেন রাশমিকা–বিজয়, বিয়ে করছেন কবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৪০ ৫ অক্টোবর ২০২৫  

তামিল অভিনেতা বিজয় দেবারকোন্ডা ও রাশমিকা মানদানার সম্পর্ক নিয়ে বেশ কয়েক বছর ধরে গুঞ্জন চলছিল। এবার সেই গুঞ্জনকে আরও বাড়িয়ে তুলেছে তাদের বাগদানের খবরে।

 

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর বরাত দিয়ে দ্য ইকোনোমিক টাইমস শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, হায়দ্রাবাদে বিজয়ের বাড়িতে শুক্রবার সকালে বাগদানের অনুষ্ঠান হয়েছে। খুব গোপনেই তারা বাগদানের কাজ সেরেছেন। এতে দুজনের পরিবারের কাছের মানুষেরা কেবল উপস্থিত ছিলেন।

 

রাশমিকা–বিজয়ের বিয়ে কবে?
আট বছর ধরে রাশমিকা–বিজয় সম্পর্কে আছেন। ২০২৬ সালে ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের আবহে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন তারা। নিজেদের ভালো করে পরখ করতেই তারা বাগদানের অনুষ্ঠান গোপনে সেরেছেন বলে কাছের আত্মীয়রা জানান। যদিও এই তারকাজুটির দিক এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা কেউ দেননি।

 

নিজেদের সম্পর্কের কথা তারা কখনও প্রকাশ্যে আনেননি। ২০১৮ সাল থেকে গোপনে তাদের সম্পর্ক চলছে। বিভিন্ন জায়াগায় তাদের একসঙ্গে ঘুরতেও দেখেছেন ভক্তরা। একত্রে সময় কাটাতে বিদেশে গেছেন বলেও গুঞ্জন রয়েছে।

২০২৬ সালে ফেব্রুয়ারিতে ভালোবাসা  দি বসের আবহে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন রাশমিকা–বিজয়। রাশমিকা–বিজয়ের বাগদান ও বিয়ের খবরে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত তাদের ভক্তরা। সামাজিক মাধ্যমেও তাদেরকে অনেকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন।

 

২০১৭ সালের জুলাই মাসে রাশমিকার প্রথম বাগদান হয় ভারতীয় অভিনেতা রক্ষিত শেটির সঙ্গে। ২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের সম্পর্ক ভেঙে যায়। 

 

রাশমিকার সঙ্গে বিজয়ের সম্পর্ক গাঁড় হয় ২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ ও ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ মুভিতে জুটি বেঁধে কাজ করার সময়। ২০২৩ সালে একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে যাওয়ার পর থেকে তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে।

 

রাশমিকার মানদানার ক্যারিয়ার উপরে উঠতে থাকে তামিল মুভি ‘পুষ্পা: দ্য রাইজ’-এ অল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করার পর থেকে। এরপর ‘সিতা রামাম’ ও ‘ভারিসু’ অভিনয় করেন। তিনি রনবীর কাপুরের সঙ্গে ‘এনিমেল’ এবং সর্বশেষ পুষ্পা ২: দ্য রুল ও ছাবা-তে অভিনয় করেছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর