ঢাকা, ১১ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৭ কার্তিক ১৪৩২
good-food
৭৬১

আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ দলে ডাক পেলেন তাসকিন-ফরহাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৯ ২৮ এপ্রিল ২০১৯  

আয়ারল্যান্ডে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দলে ডাক পেলেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ ও বোলিং অলরাউন্ডার ফরহাদ রেজা। গেল ১৬ এপ্রিল বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দুই দলের একটিতেও ছিলেন না তাসকিন ও ফরহাদ।

ইনজুরি থেকে সুস্থ হয়ে সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে খেলতে নামেন তাসকিন। বল হাতে দুর্দান্ত পারফরম করেন তিনি। ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে বিপিএলের ষষ্ঠ আসরের দ্বিতীয় সর্বোচ্চ শিকারী হন। তবে বিপিএল চলাকালীন চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েন সিলেট সিক্সার্সের হয়ে খেলতে নামা তাসকিন। ফলে আবারো মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে আবারো মাঠে ফেরেন তিনি।

তবে বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণার আগে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান তাসকিন। ওই ম্যাচে ৫ ওভারে ৩৬ রান দেন তিনি। তার এমন পারফরম্যান্সে আস্থা রাখতে পারেননি নির্বাচকরা। ফলে বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সিরিজের দলে সুযোগ হয়নি তার। অবশেষে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সুযোগ দেয়া হলো তাকে।

সাম্প্রতিক সময়ে ব্যাট-বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন ফরহাদ। সবশেষ বিপিএলে ১৪ ম্যাচে ১৭ উইকেট শিকার করেন তিনি। এরপর সদ্যই শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন পেস অলরাউন্ডার। ১৬ ম্যাচে নিয়েছেন ৩৮ উইকেট। তাই বর্তমান ফর্মের ওপর আস্থা রেখে তাকে আয়ারল্যান্ড সফরের জন্য বিবেচিত করল বোর্ড।

আগামী ৫ মে থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ৭ মে ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ডাবলিনের উদ্দেশ্যে আগামী ১ মে দেশ ছাড়বে মাশরাফি বাহিনী।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দল

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, নাইম হাসান, ইয়াসির আলি চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও আবু জায়েদ রাহী।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর