ঢাকা, ১৩ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৯ কার্তিক ১৪৩২
good-food

ইসলামাবাদে আত্মঘাতী হামলা, নিরাপত্তা ঝুঁকিতে লঙ্কান ক্রিকেটাররা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৩ ১৩ নভেম্বর ২০২৫  

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে গেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। কিন্তু একটি ম্যাচ খেলার পরই নিরাপত্তা শঙ্কায় ভুগছে সফরকারীরা। তবে দেশটির ক্রিকেট বোর্ড বলছে, নিয়ম অমান্য করে কোনো ক্রিকেট দেশে ফিরলেই নেওয়া হবে ব্যবস্থা।

মঙ্গলবার ইসলামাবাদে আত্মঘাতী হামলার পর কয়েকজন খেলোয়াড় ও সহকারী স্টাফ দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। পরিবারের সদস্যরাও নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান। এরপর রাতভর বৈঠক হয় খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, এসএলসি ও পাকিস্তান বোর্ডের কর্মকর্তাদের মধ্যে।

বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তিনি সরাসরি হোটেলে গিয়ে শ্রীলঙ্কান খেলোয়াড়দের নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করেন।

লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) জানায়, “যদি কোনো খেলোয়াড় বা স্টাফ সদস্য বোর্ডের নির্দেশনা অমান্য করে দেশে ফেরেন, তবে তাদের কর্মকাণ্ড নিয়ে আনুষ্ঠানিক তদন্ত হবে এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।”

নিরাপত্তা ও লজিস্টিক জটিলতার কারণে সিরিজের বাকি দুটি ওয়ানডে একদিন পিছিয়েছে। ম্যাচগুলো এখন অনুষ্ঠিত হবে ১৪ ও ১৬ নভেম্বর, আগে নির্ধারিত ছিল ১৩ ও ১৫ নভেম্বর। পরবর্তী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সময়সূচিও পেছানোর সম্ভাবনা রয়েছে।

২০০৯ সালে লাহোরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল শ্রীলঙ্কা দল। তবুও তারাই প্রথম বড় দল হিসেবে পাকিস্তান সফর পুনরায় শুরু করে। এবারের ঘটনাই আবার ফিরিয়ে এনেছে পুরোনো আতঙ্ক।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর