ঢাকা, ০৬ জুলাই রোববার, ২০২৫ || ২১ আষাঢ় ১৪৩২
good-food
৯৬

একমঞ্চে দুই বোনের সম্মাননা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৩:০১ ১১ মে ২০২৫  

দেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। বছর দুই আগে সিনেমায়ও নাম লিখিয়েছেন। কাজ করেছেন দুটি সিনেমায়। এরমধ্যে একটি মুক্তি পেয়েছে। অন্যটি রয়েছে মুক্তির অপেক্ষায়। 

 

জানা গেছে, তৃতীয় সিনেমার জন্য প্রস্তুতি নিয়েছেন তিনি। যে কারণে নাটকেও তাকে এখন দেখা যায়না বললেই চলে। এদিকে মেহজাবিনের পথ ধরে তার ছোট বোন মালাইকাও কিছুদিন আগে অভিনয়জগতে পা রেখেছেন। কাজ করেছেন মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘সন্ধিক্ষণ’ নামে একটি নাটকে। এরইমধ্যে নাটকটি প্রচারও হয়েছে। এই দুই বোনকে এবার একসঙ্গে সম্মাননা প্রদান করবে সম্পূর্ণা বাংলাদেশ নামে একটি সংগঠন। 

 

১৮ মে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে ‘সম্পূর্ণা অ্যাওয়ার্ড’র তৃতীয় আসরে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হবে বলে জানা গেছে। 

 

এ প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমি এর আগেও আমার ভালো ভালো কাজের জন্য স্বীকৃতি পেয়েছি। এবার একই অনুষ্ঠানে আমারই ছোট বোন তার প্রথম কাজের জন্য আমার সঙ্গেই সম্মাননা পাচ্ছে। নিঃসন্দেহে এটা আমার কাছে অনেক ভালোলাগার। আমার বিশ্বাস তাতে মালাইকা অনেক অনুপ্রাণিত হবে।’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর